দিনে ২০টির বেশি সিগারেট খান ? হতে পারেন অন্ধ

Last Updated:
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই কথা সকলেই জানেন। ধূমপান করলে যে শুধু ক্যানসার হয়, তা কিন্তু একেবারেই নয়
1/7
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই কথা সকলেই জানেন। ধূমপান করলে যে শুধু ক্যানসার হয়, তা কিন্তু একেবারেই নয় চিকিত্‍সকরা বলছেন সিগারেটে থাকা তামাক থেকে হতে পারে চোখের ক্ষতিও। (Photo collected)
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই কথা সকলেই জানেন। ধূমপান করলে যে শুধু ক্যানসার হয়, তা কিন্তু একেবারেই নয় চিকিত্‍সকরা বলছেন সিগারেটে থাকা তামাক থেকে হতে পারে চোখের ক্ষতিও। (Photo collected)
advertisement
2/7
অতিরিক্ত ধূমপান করলে অনেক সময়ই চোখের করনিয়ায় ক্ষতি হতে পারে, এরফলে নেমে আসতে পারে অন্ধত্বও! (Photo collected)
অতিরিক্ত ধূমপান করলে অনেক সময়ই চোখের করনিয়ায় ক্ষতি হতে পারে, এরফলে নেমে আসতে পারে অন্ধত্বও! (Photo collected)
advertisement
3/7
আমেরিকার একটি বিশ্ববিদ্যালায় ৭১ জন কে নিয়ে গবেষণা করে। তাঁদের মধ্যে ১৫ জন দিনে ১৫টি থেকে কম সিগারেট খান আর বাকি ৬৩ জন দিনে ২০টার বেশি সিগারেট খান। (Photo collected)
আমেরিকার একটি বিশ্ববিদ্যালায় ৭১ জন কে নিয়ে গবেষণা করে। তাঁদের মধ্যে ১৫ জন দিনে ১৫টি থেকে কম সিগারেট খান আর বাকি ৬৩ জন দিনে ২০টার বেশি সিগারেট খান। (Photo collected)
advertisement
4/7
যারা দিনে ২০টার বেশি সিগারেট খান, তাঁরা নেশার কবলে পড়েছেন আর ছাড়তে ইচ্ছুকও নয়।
যারা দিনে ২০টার বেশি সিগারেট খান, তাঁরা নেশার কবলে পড়েছেন আর ছাড়তে ইচ্ছুকও নয়।
advertisement
5/7
অংশগ্রহণকারীদের বয়স ২৫ থেকে ৪৫ এর মধ্যে ছিল এবং সাধারণ দৃশ্যমান আকুইটি চার্ট দ্বারা মাপা হিসাবে সাধারণ বা সংশোধন-স্বাভাবিক দৃষ্টি ছিল। (Photo collected)
অংশগ্রহণকারীদের বয়স ২৫ থেকে ৪৫ এর মধ্যে ছিল এবং সাধারণ দৃশ্যমান আকুইটি চার্ট দ্বারা মাপা হিসাবে সাধারণ বা সংশোধন-স্বাভাবিক দৃষ্টি ছিল। (Photo collected)
advertisement
6/7
যারা বেশি ধূমপান করে তাঁরা বিভিন্ন রঙের শেডের মধ্যে পার্থক্য করার ক্ষমতা হ্রাস পেয়েছে। সেক্ষেত্রেও দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা আছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা (Photo collected)
যারা বেশি ধূমপান করে তাঁরা বিভিন্ন রঙের শেডের মধ্যে পার্থক্য করার ক্ষমতা হ্রাস পেয়েছে। সেক্ষেত্রেও দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা আছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা (Photo collected)
advertisement
7/7
৫-১০ বছর বা তার বেশি ধরে যাঁরা ধূমপান করছেন তাঁদের চোখের স্নায়ুর ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অন্ধত্ব অস্বাভাবিক কিছু নয়।  (Photo collected)
৫-১০ বছর বা তার বেশি ধরে যাঁরা ধূমপান করছেন তাঁদের চোখের স্নায়ুর ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অন্ধত্ব অস্বাভাবিক কিছু নয়। (Photo collected)
advertisement
advertisement
advertisement