In Pics: গরমে যতই পড়ুক, অত্যধিক লেবুর সরবত থেকে সাবধান !

Last Updated:
1/6
জোড়া কালবৈশাখীর দাপটে মহানগর যতই লন্ডভন্ড হয়ে যাক না কেন, তীব্র গরমের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তাই রোদে, গরমে ঘোরাঘুরি করলেই তেষ্টায় ফাটছে ছাতি ৷ চোখ চলে যাচ্ছে রাস্তার পাশের লেবুর সরবতের দোকানে ৷ তেতে-পুড়ে বাড়িতে ঢুকেও লেবুর সরবত চাই-ই-চাই ৷ কিন্তু সাবধান ৷ বেশি লেবুর সরবতে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবেন ৷
জোড়া কালবৈশাখীর দাপটে মহানগর যতই লন্ডভন্ড হয়ে যাক না কেন, তীব্র গরমের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তাই রোদে, গরমে ঘোরাঘুরি করলেই তেষ্টায় ফাটছে ছাতি ৷ চোখ চলে যাচ্ছে রাস্তার পাশের লেবুর সরবতের দোকানে ৷ তেতে-পুড়ে বাড়িতে ঢুকেও লেবুর সরবত চাই-ই-চাই ৷ কিন্তু সাবধান ৷ বেশি লেবুর সরবতে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবেন ৷
advertisement
2/6
লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড ৷ তাই বেশি খেলে দাঁতের ক্ষতি হয় ৷
লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড ৷ তাই বেশি খেলে দাঁতের ক্ষতি হয় ৷
advertisement
3/6
মুখ বা পেটের ভিতর কোনও ক্ষত থাকলে লেবুর রস বেশি না খাওয়াই ভাল ৷
মুখ বা পেটের ভিতর কোনও ক্ষত থাকলে লেবুর রস বেশি না খাওয়াই ভাল ৷
advertisement
4/6
অনেক সময় বমি বা পেটের গোলমালের জন্যও দায়ী থাকে লেবুর রস ৷
অনেক সময় বমি বা পেটের গোলমালের জন্যও দায়ী থাকে লেবুর রস ৷
advertisement
5/6
 মাইগ্রেনের সমস্যা থাকলে লেবুর রস এড়িয়ে চলুন ৷
মাইগ্রেনের সমস্যা থাকলে লেবুর রস এড়িয়ে চলুন ৷
advertisement
6/6
গ্যাসট্রিক এবং আলসারের সমস্যা হতে পারে বেশি লেবুর রস খেলে ৷
গ্যাসট্রিক এবং আলসারের সমস্যা হতে পারে বেশি লেবুর রস খেলে ৷
advertisement
advertisement
advertisement