কন্ডোম ব্যবহারে পচে যেতে পারে যৌনাঙ্গ ! কিছু বিষয়ে সতর্ক হন--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
নতুন ব্র্যান্ডের এই কন্ডোম ব্যবহার করতে গিয়ে মহা ফাঁপড়ে পড়লেন ওই যুবক! আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কন্ডোমটি পরতেই তাঁর যৌনাঙ্গ ফুলে উঠতে শুরু করে। অবাক হয়ে যান ৩০ বছর বয়সি যুবক। ফোলাভাব কিছুতেই কমে না! সঙ্গে মারাত্মক জ্বালা! যুবক ছুটলেন হাসপাতালে! Photo Source: Collected
হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা করে দেখলেন, ওই কন্ডোম থেকেই যুবকের অ্যালার্জি হয়েছে। ফলে গোপনাঙ্গ ফুলে গিয়েছে। এরপর চলতে থাকে আরও নানা টেস্ট। অবশেষে চিকিৎসকেরা নিশ্চিত হন, নাহ! কোনও যৌন রোগ নয়, কন্ডোমের উপাদান বেনজোকেইন থেকেই ওই যুবকের অ্যালার্জি হয়েছে। সেই অ্যালার্জি থেকেই গ্যাংরিন হয়ে যায় যুবকের গোপনাঙ্গে। পচতে শুরু করে গোপনাঙ্গের মুখটি। Photo Source: Collected