দীর্ঘমেয়াদি কোভিড বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে সাম্প্রতিক গবেষণা
- Published by:Rachana Majumder
Last Updated:
৩ মার্চ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (JAMA) জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুসারে, পোস্ট-কোভিড (পিসিসি) আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক সংক্রমণের পরেও ঝুঁকি থাকতে পারে।
advertisement
দীর্ঘমেয়াদী উপসর্গযুক্ত রোগীরা ক্লান্তি, অনিয়মিত হৃদযন্ত্রের ছন্দ, শ্বাসকষ্ট এবং মস্তিষ্কের অস্বাভাবিকতার মতো কিছু সমস্যা অনুভব করতে পারেন। কিছু লোক কেবল মাত্র একটিই উপসর্গ অনুভব করতে পারেন। আবার অন্যরা অনেক ক’টা উপসর্গের সংমিশ্রণ অনুভব করতে পারেন। লং কোভিড উপসর্গের পরিসর আসলে বিশাল এবং মনে করা হচ্ছে সেটা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে পরিবর্তিত হয়।
advertisement
২০২১ সালের শেষের দিকে ব্রিটেনের একটা গবেষণায় দেখা গিয়েছে যে, টিকাকরণ লং কোভিড হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। গবেষকরা দেখেছেন যে, যাঁরা কোভিড সংক্রমণের অন্তত দুই সপ্তাহ আগে শেষ কোভিড-নিরোধী ভ্যাকসিন শট গ্রহণ করেছেন, অন্তত ১২ সপ্তাহ পরে তাঁদের দীর্ঘমেয়াদী কোভিড লক্ষণগুলির বিকাশের ঝুঁকি প্রায় অর্ধেক ছিল।
advertisement
advertisement
একটি নতুন গবেষণায় "লং কোভিড"-এর সম্মুখীন ব্যক্তিদের মধ্যে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি পাওয়া গিয়েছে। শুধু হৃদরোগই নয়, লং কোভিডের উপসর্গযুক্ত ব্যক্তিরা অন্যান্য রোগেও আক্রান্ত হতে পারেন৷ এতে পালমোনারি এমবোলিজম, করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ফেইলিওর, হাঁপানি এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার (সিওপিডি)-র সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না।