advertisement
advertisement
এতে দেখা গেছে, অতিরিক্ত ঘুম এবং অলস বসে থাকা শরীর ও মনের জন্য মারাত্মক ক্ষতিকর। শুধু তাই নয়, এমনকি তা নাকি রীতিমতো ধূমপান বা মদ্যপানের মতোই ক্ষতিকর। এমনকি অতিরিক্ত ঘুম মৃত্যু পর্যন্ত ডেকে অানতে পারে। উইকেন্ডে আমরা অনেক সময়েই কোনও নিয়ম মানি না ৷ শনি-রবিবার মানেই শুধু পার্টি টাইম ৷ অনেক বেশি পরিমাণে খাওয়াদাওয়া আর ঘুম, কোনওটাই কিন্তু বিশেষ উপকারি নয় ৷ এমন অভ্যাস বিপদ ডেকে আনতে পারে অনায়াসেই !
advertisement
আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে অনেক বেশি ঘুম শরীরের পুরো সিস্টেমটাই বদলে দেয় ৷ হার্টের অসুখ এতে বাড়ার সম্ভাবনা তো রয়েইছে, পাশাপাশি স্মৃতির সমস্যা, মনঃসংযোগের অভাব, অবসাদ, হাইপারটেনশনের মতো সমস্যাগুলিও এর ফলে বাড়তে থাকে। তাই খুব অলসতা হলেও ছুটির দিনে বা যে কোনও দিন অনেক বেশি সময় পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না ৷ এতে আপনারই বিপদ ৷
advertisement