হস্তমৈথুন সম্পর্কে এই তথ্যগুলো জানেন ?

Last Updated:
1/5
হস্তমৈথুন নিয়ে আমাদের মনের মধ্যে নানারকম প্রশ্ন তোলপাড় করে । কোনও কোনও প্রশ্নের উত্তর মিললেও, বেশিরভাগই অজানা! লজ্জা পেয়ে অনেকেই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন না! কিন্তু হস্তমৈথুন খুব স্বাভাবিক একটা ক্রিয়া যা পুরুষ ও মহিলা উভয়েরই প্রয়োজন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি বেশি গুরুত্বপূর্ণ-- photo source: collected representative image
হস্তমৈথুন নিয়ে আমাদের মনের মধ্যে নানারকম প্রশ্ন তোলপাড় করে । কোনও কোনও প্রশ্নের উত্তর মিললেও, বেশিরভাগই অজানা! লজ্জা পেয়ে অনেকেই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন না! কিন্তু হস্তমৈথুন খুব স্বাভাবিক একটা ক্রিয়া যা পুরুষ ও মহিলা উভয়েরই প্রয়োজন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি বেশি গুরুত্বপূর্ণ--
photo source: collected
representative image
2/5
হস্তমৈথুনের কারণে নারী শরীরে ডোপামাইন, এন্ড্রোফিন এবং অক্সিটোসিন হরমোন ক্ষরণ হয় যা মন ও মেজাজ...দুই ভাল রাখতে সাহায্য করে! তবে, অনেকের মনেই প্রশ্ন উঁকি মারে, বেশিমাত্রায় হস্তমৈথুন করলে কী যৌনাঙ্গের ক্ষতি হয় ? উত্তর হল, সঙ্গম যেমন সুরক্ষিত হয়, তেমনি হস্তমৈথুনও সুরক্ষিতভাবে করা উচিত । ব্যবহার করুন লুব্রিক্যান্ট ! এতে যৌনাঙ্গে আঘাত লাগবে না! photo source: collected representative image
হস্তমৈথুনের কারণে নারী শরীরে ডোপামাইন, এন্ড্রোফিন এবং অক্সিটোসিন হরমোন ক্ষরণ হয় যা মন ও মেজাজ...দুই ভাল রাখতে সাহায্য করে! তবে, অনেকের মনেই প্রশ্ন উঁকি মারে, বেশিমাত্রায় হস্তমৈথুন করলে কী যৌনাঙ্গের ক্ষতি হয় ? উত্তর হল, সঙ্গম যেমন সুরক্ষিত হয়, তেমনি হস্তমৈথুনও সুরক্ষিতভাবে করা উচিত । ব্যবহার করুন লুব্রিক্যান্ট ! এতে যৌনাঙ্গে আঘাত লাগবে না!
photo source: collected
representative image
3/5
এমন অনেক মহিলাই রয়েছেন যাঁরা সিঙ্গল! এমনও অনেকে রয়েছেন যাঁদের পার্টনারের সঙ্গে সেক্সলাইফে অপরিপূর্ণতা রয়েছে! সেক্ষেত্রে সবথেকে সহজ সমাধান হস্তমৈথুন! ভাল থাকার অধিকার তো সবার রয়েছে! তবে, অনেকেই ভয় পান, বেশিমাত্রায় হস্তমৈথুন করলে হয়তো ওভাম কাউন্ট কমে যায়! এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে দাবি করছে চিকিৎসক মহল। photo source: collected representative image
এমন অনেক মহিলাই রয়েছেন যাঁরা সিঙ্গল! এমনও অনেকে রয়েছেন যাঁদের পার্টনারের সঙ্গে সেক্সলাইফে অপরিপূর্ণতা রয়েছে! সেক্ষেত্রে সবথেকে সহজ সমাধান হস্তমৈথুন! ভাল থাকার অধিকার তো সবার রয়েছে! তবে, অনেকেই ভয় পান, বেশিমাত্রায় হস্তমৈথুন করলে হয়তো ওভাম কাউন্ট কমে যায়! এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে দাবি করছে চিকিৎসক মহল।
photo source: collected
representative image
4/5
ঘুমের সমস্যার মোকাবিলা করতে এক্সপার্ট হস্তমৈথুন ! এই সময়ে ক্ষরিত অক্সিটোসিন মন ও শরীরকে শান্ত করে, ঘুম আসে ঝটপট! তবে অনেকে মনে করেন, রোজ হস্তনমৈথুন করলে সঙ্গমের সময় দীর্ঘ করা যায়! চিকিত্‍সকরা বলছেন, এই ধারণা একেবারেই ভ্রান্ত । হস্তমৈথুনের সঙ্গে সঙ্গমের সময়ের কোনও সম্পর্ক নেই । photo source: collected representative image
ঘুমের সমস্যার মোকাবিলা করতে এক্সপার্ট হস্তমৈথুন ! এই সময়ে ক্ষরিত অক্সিটোসিন মন ও শরীরকে শান্ত করে, ঘুম আসে ঝটপট! তবে অনেকে মনে করেন, রোজ হস্তনমৈথুন করলে সঙ্গমের সময় দীর্ঘ করা যায়! চিকিত্‍সকরা বলছেন, এই ধারণা একেবারেই ভ্রান্ত । হস্তমৈথুনের সঙ্গে সঙ্গমের সময়ের কোনও সম্পর্ক নেই ।
photo source: collected
representative image
5/5
ঘুমের সমস্যার মোকাবিলা করতে এক্সপার্ট হস্তমৈথুন ! এই সময়ে ক্ষরিত অক্সিটোসিন মন ও শরীরকে শান্ত করে, ঘুম আসে ঝটপট! তবে অনেকে মনে করেন, রোজ হস্তনমৈথুন করলে সঙ্গমের সময় দীর্ঘ করা যায়! চিকিত্‍সকরা বলছেন, এই ধারণা একেবারেই ভ্রান্ত । হস্তমৈথুনের সঙ্গে সঙ্গমের সময়ের কোনও সম্পর্ক নেই । photo source: collected representative image
ঘুমের সমস্যার মোকাবিলা করতে এক্সপার্ট হস্তমৈথুন ! এই সময়ে ক্ষরিত অক্সিটোসিন মন ও শরীরকে শান্ত করে, ঘুম আসে ঝটপট! তবে অনেকে মনে করেন, রোজ হস্তনমৈথুন করলে সঙ্গমের সময় দীর্ঘ করা যায়! চিকিত্‍সকরা বলছেন, এই ধারণা একেবারেই ভ্রান্ত । হস্তমৈথুনের সঙ্গে সঙ্গমের সময়ের কোনও সম্পর্ক নেই ।
photo source: collected
representative image