গোলগাল মুখ? এগুলো করুন, ১ মাসে উধাও হবে মুখের ফ্য়াট

Last Updated:
1/9
গোলগাল, বাবলি মুখের জন্য় প্রায়ই ট্রোলড হন? সবাই বাচ্চাদের মতো গাল টিপে আদর করে দেয়? অনেক চেষ্টা করে রোগা তো হয়েছেন, কিন্তু মুখের ফ্য়াট কিছুতেই কমছে না? এগুলো করুন৷ এক মাসে মুখ ছিপছিপে হয়ে যাবে৷
গোলগাল, বাবলি মুখের জন্য় প্রায়ই ট্রোলড হন? সবাই বাচ্চাদের মতো গাল টিপে আদর করে দেয়? অনেক চেষ্টা করে রোগা তো হয়েছেন, কিন্তু মুখের ফ্য়াট কিছুতেই কমছে না? এগুলো করুন৷ এক মাসে মুখ ছিপছিপে হয়ে যাবে৷
advertisement
2/9
প্রতি দিন একটা করে লুগার ফ্রি চিউইং গাম চিবোন৷ চিউইং গাম যেহেতু স্বাস্থ্য়ের পক্ষে বিশেষ ভাল নয় তাই অবশ্য়ই সুগার ফ্রি গাম খাবেন৷ সারা দিন চিবোলে চোয়ালের হাড় দৃঢ় হয়ে উঠবে মুখে৷
প্রতি দিন একটা করে লুগার ফ্রি চিউইং গাম চিবোন৷ চিউইং গাম যেহেতু স্বাস্থ্য়ের পক্ষে বিশেষ ভাল নয় তাই অবশ্য়ই সুগার ফ্রি গাম খাবেন৷ সারা দিন চিবোলে চোয়ালের হাড় দৃঢ় হয়ে উঠবে মুখে৷
advertisement
3/9
অনলাইন টিউটোরিয়াল দেখে শিখে নিন ফেশিয়াল যোগব্য়ায়াম৷ এক মাস নিয়মিত ফেশিয়াল যোগ প্র্য়াকটিস করলে মুখের ফ্য়াট ঝরে যাবেই৷
অনলাইন টিউটোরিয়াল দেখে শিখে নিন ফেশিয়াল যোগব্য়ায়াম৷ এক মাস নিয়মিত ফেশিয়াল যোগ প্র্য়াকটিস করলে মুখের ফ্য়াট ঝরে যাবেই৷
advertisement
4/9
ছবি তোলার সময় পাউট করেন নিশ্চয়ই? শুধু ছবি চোলার সময় নয়, প্রতি দিন নিয়ম করে ১০ সেকেন্ডের জন্য় পাউট বা ফিশ ফেস করুন৷ এতে মুখ পাতলা হবেই৷
ছবি তোলার সময় পাউট করেন নিশ্চয়ই? শুধু ছবি চোলার সময় নয়, প্রতি দিন নিয়ম করে ১০ সেকেন্ডের জন্য় পাউট বা ফিশ ফেস করুন৷ এতে মুখ পাতলা হবেই৷
advertisement
5/9
মনে করুন মুখে মাউথ ওযাশ রয়েছে বা জল দিয়ে কুচকুচি করছেন৷ দিনে দুবার ৪০ সেকেন্ড করে এভাবে ঠোঁট শক্ত করে চেপে ধরে কুলকুচির ভঙ্গিমা করুন৷ এতে মুখের পেশি শক্ত হবে৷
মনে করুন মুখে মাউথ ওযাশ রয়েছে বা জল দিয়ে কুচকুচি করছেন৷ দিনে দুবার ৪০ সেকেন্ড করে এভাবে ঠোঁট শক্ত করে চেপে ধরে কুলকুচির ভঙ্গিমা করুন৷ এতে মুখের পেশি শক্ত হবে৷
advertisement
6/9
থুতনির নীচের অংশ ওপরের দিকে মাসাজ করুন চাপ দিয়ে৷ প্রতি দিন টানা ১ মিনিট এভাবে মাসাজ করতে থাকুন৷ এতে ডবল চিন কমে যাবে৷
থুতনির নীচের অংশ ওপরের দিকে মাসাজ করুন চাপ দিয়ে৷ প্রতি দিন টানা ১ মিনিট এভাবে মাসাজ করতে থাকুন৷ এতে ডবল চিন কমে যাবে৷
advertisement
7/9
মুখের ফ্য়াট কমাতে অ্য়ালকোহল এড়িয়ে চলুন৷ মদ্য়পান করলে ডিহাইড্রশন হয়৷ যার ছাপ সবচেয়ে আগে পড়ে মুখে৷ মুখে ফোলা ভাব আসে৷
মুখের ফ্য়াট কমাতে অ্য়ালকোহল এড়িয়ে চলুন৷ মদ্য়পান করলে ডিহাইড্রশন হয়৷ যার ছাপ সবচেয়ে আগে পড়ে মুখে৷ মুখে ফোলা ভাব আসে৷
advertisement
8/9
নুন খাওয়া একেবারে কমিয়ে দিন৷ রান্নায় যতটা প্রয়োজন তার চেয়ে বেশি নুন খাবেন না৷ কাঁচা নুন খাওয়া একেবারেই ছেড়ে দিন৷
নুন খাওয়া একেবারে কমিয়ে দিন৷ রান্নায় যতটা প্রয়োজন তার চেয়ে বেশি নুন খাবেন না৷ কাঁচা নুন খাওয়া একেবারেই ছেড়ে দিন৷
advertisement
9/9
সবকিছুর উপরে হল সুস্থ থাকা৷ আর তার জন্য় প্রয়োজন সঠিক ডায়েট মেনে চলা৷ প্রতি দিন সবুজ শাক-সব্জি, ফল রাখুন ডায়েটে৷
সবকিছুর উপরে হল সুস্থ থাকা৷ আর তার জন্য় প্রয়োজন সঠিক ডায়েট মেনে চলা৷ প্রতি দিন সবুজ শাক-সব্জি, ফল রাখুন ডায়েটে৷
advertisement
advertisement
advertisement