জামা কাপড় থেকেও ছড়াতে পারে করোনা, জানেন কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে মারণ ভাইরাস?

Last Updated:
জেনে নিন জামা-কাপড় থেকে কী ছড়াতে পারে করোনা ভাইরাস
1/6
ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে করোনা। সারা বিশ্বে এখন করোনা আতঙ্ক। মানুষ করোনার জন্য গৃহবন্দি হয়ে রয়েছেন । করোনা ভাইরাস ছোঁয়াচে। একজনের থেকে আর এক জনের দেহে ছড়িয়ে পড়তে পারে অনায়াসেই। সেই জন্যই মানুষকে গৃহবন্দি করে এই ভাইরাসের মোকাবিলা করার চেষ্টা চলছে। এবার প্রশ্ন উঠছে যে জামা-কাপড় থেকে কী ছড়াতে পারে করোনা ভাইরাস ? জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে এই ভাইরাস?
ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে করোনা। সারা বিশ্বে এখন করোনা আতঙ্ক। মানুষ করোনার জন্য গৃহবন্দি হয়ে রয়েছেন । করোনা ভাইরাস ছোঁয়াচে। একজনের থেকে আর এক জনের দেহে ছড়িয়ে পড়তে পারে অনায়াসেই। সেই জন্যই মানুষকে গৃহবন্দি করে এই ভাইরাসের মোকাবিলা করার চেষ্টা চলছে। এবার প্রশ্ন উঠছে যে জামা-কাপড় থেকে কী ছড়াতে পারে করোনা ভাইরাস ? জামা-কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে এই ভাইরাস?
advertisement
2/6
চিকিৎসকদের মতে, শুধু দু’টি হাত বার বার ভাল ভাবে ধুয়ে নিলেই হবে না। যতটা সম্ভব নিজেদের পরিস্কার, পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। গবেষণায় দেখা গিয়েছে যে প্লাস্টিক এবং ধাতব বস্তুর উপর করোনা ভাইরাস ৩ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই বস্তুগুলির উপরিভাগ ছিদ্রহীন হওয়ায় ভাইরাস দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে। কিন্তু এই বলে যে জামা-কাপড়ে যে এই ভাইরাস বেঁচে থাকতে পারে না তা কিন্তু নয়।
চিকিৎসকদের মতে, শুধু দু’টি হাত বার বার ভাল ভাবে ধুয়ে নিলেই হবে না। যতটা সম্ভব নিজেদের পরিস্কার, পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। গবেষণায় দেখা গিয়েছে যে প্লাস্টিক এবং ধাতব বস্তুর উপর করোনা ভাইরাস ৩ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই বস্তুগুলির উপরিভাগ ছিদ্রহীন হওয়ায় ভাইরাস দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে। কিন্তু এই বলে যে জামা-কাপড়ে যে এই ভাইরাস বেঁচে থাকতে পারে না তা কিন্তু নয়।
advertisement
3/6
জামা-কাপড়েও ঘণ্টা খানেক বেঁচে থাকতে পারে না এই মারণ ভাইরস। গবেষনার দেখা গিয়েছে যে জামা-কাপড়ের ছিদ্রে এই ভাইরাসটি আটকে  যায় এবং সংক্রমিত হতে পারে না। মানে আপনার জামা-কাপড় যে সম্পূর্ণ নিরাপদ তা কিন্তু নয়।
জামা-কাপড়েও ঘণ্টা খানেক বেঁচে থাকতে পারে না এই মারণ ভাইরস। গবেষনার দেখা গিয়েছে যে জামা-কাপড়ের ছিদ্রে এই ভাইরাসটি আটকে যায় এবং সংক্রমিত হতে পারে না। মানে আপনার জামা-কাপড় যে সম্পূর্ণ নিরাপদ তা কিন্তু নয়।
advertisement
4/6
আর এই কিছু সময়ের মধ্যে যদি ভুলেই কেও হাত নাকে, মুখে বা চোখের মধ্যে দিয়ে তাহলে এর থেকে আপনার শরীরে প্রবেশ করে যাবে এই ভাইরাস।
আর এই কিছু সময়ের মধ্যে যদি ভুলেই কেও হাত নাকে, মুখে বা চোখের মধ্যে দিয়ে তাহলে এর থেকে আপনার শরীরে প্রবেশ করে যাবে এই ভাইরাস।
advertisement
5/6
তাই ব্যবহার করা সব জামা-কাপড় ভাল ভাবে সাবান বা সার্ফ দিয়ে কেচে নিতে হবে। বাইরে থকে এসে সেই জামা-কাপড় বদলে ফেলতে হবে। ব্যবহৃত জামাকাপড় নিয়মিত উষ্ণ সাবান জলে ধুয়ে ফেললে সব থেকে ভাল। এতে সংক্রমণের আশঙ্কা দূর হয়ে যায়।
তাই ব্যবহার করা সব জামা-কাপড় ভাল ভাবে সাবান বা সার্ফ দিয়ে কেচে নিতে হবে। বাইরে থকে এসে সেই জামা-কাপড় বদলে ফেলতে হবে। ব্যবহৃত জামাকাপড় নিয়মিত উষ্ণ সাবান জলে ধুয়ে ফেললে সব থেকে ভাল। এতে সংক্রমণের আশঙ্কা দূর হয়ে যায়।
advertisement
6/6
বাড়িতে থাকলেও দিনে অন্তত দু'বার জামাকাপড় বদলানো উচিত। ব্যবহৃত পোশাকে সব সময়েই নানা ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস এসে জমে। র এর ফলে বেড়ে যায় সংক্রমণের আশঙ্কা।
বাড়িতে থাকলেও দিনে অন্তত দু'বার জামাকাপড় বদলানো উচিত। ব্যবহৃত পোশাকে সব সময়েই নানা ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস এসে জমে। র এর ফলে বেড়ে যায় সংক্রমণের আশঙ্কা।
advertisement
advertisement
advertisement