Mosquito: মশারা কত উঁচুতে উড়তে পারে জানেন! তাই তো বহুতলে থেকেও নেই শান্তি! সন্ধে হলেই জ্বালাতন
- Published by:Satabdi Adhikary
Last Updated:
তবে, সল্টমার্শ নামের একটি মশার প্রজাতি রয়েছে, যারা,তাদের প্রজনন এলাকা থেকে প্রায় ৩২ থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে। কারণটা মূলত, খাবার ও প্রজননের অনুকূল জায়গার সন্ধান৷ এক্ষেত্রে, তারা দূরে যাওয়ার জন্য হাওয়ার সাহায্য নেয়৷ মশাদের গতি মশার প্রজাতি এবং তাদের লিঙ্গের উপরে নির্ভর করে। এদের স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় মাত্র এক থেকে দেড় মাইল।
কতটা উঁচুতে উড়তে পারে মশা? এ নিয়ে অনেকেই অনেক কিছু বলেন। কিছু মানুষ বিশ্বাস করেন, একটি নির্দিষ্ট উচ্চতার পরে মশারা আর উড়তে পারে না৷ তাই অবশ্যই উঁচু বাড়ি, বা উঁচু ফ্ল্যাট সাধারণত মশা-মুক্ত থাকে। কিন্তু, আমরা অনেকেই জানি, বহুতলে থেকেও মশার জ্বালাতন থেকে রক্ষা পাই না আমরা অনেকেই। যাইহোক, অনেকে বিশ্বাস করেন, মশা মাটি থেকে মাত্র ২৫ ফুট উপর পর্যন্ত উড়তে পারে। কিন্তু, এই ধারণা একেবারেই ভুল। প্রকৃত তথ্য জানলে চূড়ান্ত অবাক হবেন৷ (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
advertisement
এটা ঠিক যে অপ্রয়োজনে মশারা বেশি উঁচুতে উড়তে চায় না। এবং পারেও না৷ তবে, প্রয়োজনের তাগিদে এরা কোথায় পৌঁছতে পারে, তা আপনি ভাবতেও পারবেন না৷ কিছু কিছু প্রজাতির মশা ৪০ ফুট উঁচু গাছের উপরে বসবাস করে৷ আবার কিছু প্রজাতি একটি বিল্ডিংয়ের ২০ তলা পর্যন্ত সহজেই উঠে যায়। আবার, এক ইঞ্চি জমা জল রাখুন, সেখানেও মশা জন্মে যাবে। (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
advertisement
advertisement
advertisement
advertisement
তবে, সল্টমার্শ নামের একটি মশার প্রজাতি রয়েছে, যারা,তাদের প্রজনন এলাকা থেকে প্রায় ৩২ থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে। কারণটা মূলত, খাবার ও প্রজননের অনুকূল জায়গার সন্ধান৷ এক্ষেত্রে, তারা দূরে যাওয়ার জন্য হাওয়ার সাহায্য নেয়৷ মশাদের গতি মশার প্রজাতি এবং তাদের লিঙ্গের উপরে নির্ভর করে। এদের স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় মাত্র এক থেকে দেড় মাইল। (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
advertisement