Mosquito: মশারা কত উঁচুতে উড়তে পারে জানেন! তাই তো বহুতলে থেকেও নেই শান্তি! সন্ধে হলেই জ্বালাতন

Last Updated:
তবে, সল্টমার্শ নামের একটি মশার প্রজাতি রয়েছে, যারা,তাদের প্রজনন এলাকা থেকে প্রায় ৩২ থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে। কারণটা মূলত, খাবার ও প্রজননের অনুকূল জায়গার সন্ধান৷ এক্ষেত্রে, তারা দূরে যাওয়ার জন্য হাওয়ার সাহায্য নেয়৷ মশাদের গতি মশার প্রজাতি এবং তাদের লিঙ্গের উপরে নির্ভর করে। এদের স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় মাত্র এক থেকে দেড় মাইল।
1/7
কতটা উঁচুতে উড়তে পারে মশা? এ নিয়ে অনেকেই অনেক কিছু বলেন। কিছু মানুষ বিশ্বাস করেন, একটি নির্দিষ্ট উচ্চতার পরে মশারা আর উড়তে পারে না৷ তাই অবশ্যই উঁচু বাড়ি, বা উঁচু ফ্ল্যাট সাধারণত মশা-মুক্ত থাকে। কিন্তু, আমরা অনেকেই জানি, বহুতলে থেকেও মশার জ্বালাতন থেকে রক্ষা পাই না আমরা অনেকেই। যাইহোক, অনেকে বিশ্বাস করেন, মশা মাটি থেকে মাত্র ২৫ ফুট উপর পর্যন্ত উড়তে পারে। কিন্তু, এই ধারণা একেবারেই ভুল। প্রকৃত তথ্য জানলে চূড়ান্ত অবাক হবেন৷ (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
কতটা উঁচুতে উড়তে পারে মশা? এ নিয়ে অনেকেই অনেক কিছু বলেন। কিছু মানুষ বিশ্বাস করেন, একটি নির্দিষ্ট উচ্চতার পরে মশারা আর উড়তে পারে না৷ তাই অবশ্যই উঁচু বাড়ি, বা উঁচু ফ্ল্যাট সাধারণত মশা-মুক্ত থাকে। কিন্তু, আমরা অনেকেই জানি, বহুতলে থেকেও মশার জ্বালাতন থেকে রক্ষা পাই না আমরা অনেকেই। যাইহোক, অনেকে বিশ্বাস করেন, মশা মাটি থেকে মাত্র ২৫ ফুট উপর পর্যন্ত উড়তে পারে। কিন্তু, এই ধারণা একেবারেই ভুল। প্রকৃত তথ্য জানলে চূড়ান্ত অবাক হবেন৷ (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
advertisement
2/7
এটা ঠিক যে অপ্রয়োজনে মশারা বেশি উঁচুতে উড়তে চায় না। এবং পারেও না৷ তবে, প্রয়োজনের তাগিদে এরা কোথায় পৌঁছতে পারে, তা আপনি ভাবতেও পারবেন না৷ কিছু কিছু প্রজাতির মশা ৪০ ফুট উঁচু গাছের উপরে বসবাস করে৷ আবার কিছু প্রজাতি একটি বিল্ডিংয়ের ২০ তলা পর্যন্ত সহজেই উঠে যায়। আবার, এক ইঞ্চি জমা জল রাখুন, সেখানেও মশা জন্মে যাবে। (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
এটা ঠিক যে অপ্রয়োজনে মশারা বেশি উঁচুতে উড়তে চায় না। এবং পারেও না৷ তবে, প্রয়োজনের তাগিদে এরা কোথায় পৌঁছতে পারে, তা আপনি ভাবতেও পারবেন না৷ কিছু কিছু প্রজাতির মশা ৪০ ফুট উঁচু গাছের উপরে বসবাস করে৷ আবার কিছু প্রজাতি একটি বিল্ডিংয়ের ২০ তলা পর্যন্ত সহজেই উঠে যায়। আবার, এক ইঞ্চি জমা জল রাখুন, সেখানেও মশা জন্মে যাবে। (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
advertisement
3/7
বিজ্ঞানীরা বলছেন, তাঁরা হিমালয়ের ৮ হাজারের ফুটেরও বেশি উচ্চতা পর্যন্ত মশার প্রজাতি ও তাদের আবাসস্থল খুঁজে পেয়েছেন। তাঁদের মতে, মশা যে কোনও জায়গায় থাকতে পারে। তবে এটাও ঠিক যে বেশিরভাগ মশার প্রজাতিই এই রকম উঁচু জায়গায় থাকতে পছন্দ করে না। (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
বিজ্ঞানীরা বলছেন, তাঁরা হিমালয়ের ৮ হাজারের ফুটেরও বেশি উচ্চতা পর্যন্ত মশার প্রজাতি ও তাদের আবাসস্থল খুঁজে পেয়েছেন। তাঁদের মতে, মশা যে কোনও জায়গায় থাকতে পারে। তবে এটাও ঠিক যে বেশিরভাগ মশার প্রজাতিই এই রকম উঁচু জায়গায় থাকতে পছন্দ করে না। (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
advertisement
4/7
 অনেকের ধারণা, এই উচ্চতায় অক্সিজেনের ঘাটতি থাকায় সেখানে মশারা বসবাস করতে পারে না। কিন্তু আসলে তাপমাত্রা কম থাকলেই মশা কম জন্মায়৷ খেয়াল করে দেখবেন, শীতকালের তুলনায় গ্রীষ্মকালে মশার দাপট থাকে বেশি। (প্রতিনিধিত্বমূলক ছবি: শাটারস্টক)
অনেকের ধারণা, এই উচ্চতায় অক্সিজেনের ঘাটতি থাকায় সেখানে মশারা বসবাস করতে পারে না। কিন্তু আসলে তাপমাত্রা কম থাকলেই মশা কম জন্মায়৷ খেয়াল করে দেখবেন, শীতকালের তুলনায় গ্রীষ্মকালে মশার দাপট থাকে বেশি। (প্রতিনিধিত্বমূলক ছবি: শাটারস্টক)
advertisement
5/7
তবে, ওই যে বললাম, প্রয়োজন ছাড়া মশা বেশি উঁচুতে ওড়ে না। এমনকি, বেশি এদিক ওদিকও যায় না৷ যেখানে জন্মায় তার ৫০ থেকে ১০০ মিটারের মধ্যেই থাকে। (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
তবে, ওই যে বললাম, প্রয়োজন ছাড়া মশা বেশি উঁচুতে ওড়ে না। এমনকি, বেশি এদিক ওদিকও যায় না৷ যেখানে জন্মায় তার ৫০ থেকে ১০০ মিটারের মধ্যেই থাকে। (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
advertisement
6/7
তবে, সল্টমার্শ নামের একটি মশার প্রজাতি রয়েছে, যারা,তাদের প্রজনন এলাকা থেকে প্রায় ৩২ থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে। কারণটা মূলত, খাবার ও প্রজননের অনুকূল জায়গার সন্ধান৷ এক্ষেত্রে, তারা দূরে যাওয়ার জন্য হাওয়ার সাহায্য নেয়৷ মশাদের গতি মশার প্রজাতি এবং তাদের লিঙ্গের উপরে নির্ভর করে। এদের স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় মাত্র এক থেকে দেড় মাইল। (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
তবে, সল্টমার্শ নামের একটি মশার প্রজাতি রয়েছে, যারা,তাদের প্রজনন এলাকা থেকে প্রায় ৩২ থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে। কারণটা মূলত, খাবার ও প্রজননের অনুকূল জায়গার সন্ধান৷ এক্ষেত্রে, তারা দূরে যাওয়ার জন্য হাওয়ার সাহায্য নেয়৷ মশাদের গতি মশার প্রজাতি এবং তাদের লিঙ্গের উপরে নির্ভর করে। এদের স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় মাত্র এক থেকে দেড় মাইল। (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
advertisement
7/7
আপনি যদি মনে করেন যে উঁচু বহুতলে বাস করলে মশার হাত থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়, তা কিন্তু হবে না। যদি আপনার বাড়িতে হাঁড়ি বা কুলারে জল দীর্ঘক্ষণ ফেলা রাখা হয়, তবে সেগুলি সহজেই মশার আঁতুড়ঘর হয়ে উঠতে পারে৷ সেক্ষেত্রে ওই উচ্চতাতেও মশারা আপনাকে জ্বালাতন করবে৷ (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
আপনি যদি মনে করেন যে উঁচু বহুতলে বাস করলে মশার হাত থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়, তা কিন্তু হবে না। যদি আপনার বাড়িতে হাঁড়ি বা কুলারে জল দীর্ঘক্ষণ ফেলা রাখা হয়, তবে সেগুলি সহজেই মশার আঁতুড়ঘর হয়ে উঠতে পারে৷ সেক্ষেত্রে ওই উচ্চতাতেও মশারা আপনাকে জ্বালাতন করবে৷ (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
advertisement
advertisement
advertisement