Smoking Health Tips: এক টানেতেই মারণ রোগের ছোবল! এক ধাক্কায় কমবে আয়ু, চিকিৎসকদের সাবধানবাণী

Last Updated:
Smoking Health Tips: নানা স্বাদের হুক্কা খাওয়া কতটা বিপজ্জনক হতে পারে স্বাস্থ্যের জন্য সেই বিষয়ে কোনও ধারণাই নেই তাঁদের, নেই সচেতনতাও।
1/7
*মাদক নানা রূপে ছড়িয়ে পড়ছে সমাজে। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে নেশা করার প্রবণতা খুব বেশি। এক সময় শুধু ধূমপানের চল ছিল, সিগারেট, বিড়ি জাতীয় নেশাতেই বুঁদ হয়ে থাকতেন তরুণরা। এখন সেই প্রবণতা আরও একধাপ এগিয়ে গিয়েছে। সংগৃহীত ছবি। 
*মাদক নানা রূপে ছড়িয়ে পড়ছে সমাজে। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে নেশা করার প্রবণতা খুব বেশি। এক সময় শুধু ধূমপানের চল ছিল, সিগারেট, বিড়ি জাতীয় নেশাতেই বুঁদ হয়ে থাকতেন তরুণরা। এখন সেই প্রবণতা আরও একধাপ এগিয়ে গিয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*বর্তমান প্রজন্মের তরুণদের মধ্যে ‘ফ্লেভারড হুক্কা’ খাওয়ার নেশা ক্রমশই বাড়ছে। কিন্তু, এই্ নানা স্বাদের হুক্কা খাওয়া কতটা বিপজ্জনক হতে পারে স্বাস্থ্যের জন্য সেই বিষয়ে কোনও ধারণাই নেই তাঁদের, নেই সচেতনতাও। সংগৃহীত ছবি। 
*বর্তমান প্রজন্মের তরুণদের মধ্যে ‘ফ্লেভারড হুক্কা’ খাওয়ার নেশা ক্রমশই বাড়ছে। কিন্তু, এই্ নানা স্বাদের হুক্কা খাওয়া কতটা বিপজ্জনক হতে পারে স্বাস্থ্যের জন্য সেই বিষয়ে কোনও ধারণাই নেই তাঁদের, নেই সচেতনতাও। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*বহুল প্রচলিত এই সব ‘ফ্লেভারড হুক্কা’ সেবন করলে মানুষের শরীরে বিভিন্ন ভাবে কুপ্রভাব পড়তে পারে। এমনকী মাদক ছাড়াও যদি হুক্কা সেবন করা হয়, তাও স্বাস্থ্যের পক্ষে খারাপ। কারণ আর কোনও মাদক না থাকলেও তামাক থাকেই। তরুণ প্রজন্মের মধ্যে এই জাতীয় হুক্কা খাওয়ার প্রবণতা বড়ছে। ক্রমশ আসক্ত হয়ে পড়ছেন তাঁরা। দীর্ঘমেয়াদে তৈরি হচ্ছে ক্যানসারের আশঙ্কা। সংগৃহীত ছবি। 
*বহুল প্রচলিত এই সব ‘ফ্লেভারড হুক্কা’ সেবন করলে মানুষের শরীরে বিভিন্ন ভাবে কুপ্রভাব পড়তে পারে। এমনকী মাদক ছাড়াও যদি হুক্কা সেবন করা হয়, তাও স্বাস্থ্যের পক্ষে খারাপ। কারণ আর কোনও মাদক না থাকলেও তামাক থাকেই। তরুণ প্রজন্মের মধ্যে এই জাতীয় হুক্কা খাওয়ার প্রবণতা বড়ছে। ক্রমশ আসক্ত হয়ে পড়ছেন তাঁরা। দীর্ঘমেয়াদে তৈরি হচ্ছে ক্যানসারের আশঙ্কা। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*রাজস্থানের আলওয়ারের রাজীব গান্ধি জেনারেল হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ সুখবীর সিং তনওয়ার বলেন, আজকের তরুণদের মধ্যে ফ্লেভারড হুক্কা খাওয়ার প্রবণতা বাড়ছে। এই নেশা তাঁদের ক্রমশ গ্রাস করে ফেলছে। সংগৃহীত ছবি। 
*রাজস্থানের আলওয়ারের রাজীব গান্ধি জেনারেল হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ সুখবীর সিং তনওয়ার বলেন, আজকের তরুণদের মধ্যে ফ্লেভারড হুক্কা খাওয়ার প্রবণতা বাড়ছে। এই নেশা তাঁদের ক্রমশ গ্রাস করে ফেলছে। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*নেশার কারণে যেকোনও মানুষ মারাত্মক নানা রোগে আক্রান্ত হতে পারেন। কারণ এই ধরনির সুস্বাদ হুক্কাতে তামাক থাকেই। এই ধরনের নেশা বস্তুতে কোনও স্বাস্থ্যহানী করার মতো পদার্থ নেই বলে যদি কেউ দাবি করেন, তা হলে তা মিথ্যা। সংগৃহীত ছবি। 
*নেশার কারণে যেকোনও মানুষ মারাত্মক নানা রোগে আক্রান্ত হতে পারেন। কারণ এই ধরনির সুস্বাদ হুক্কাতে তামাক থাকেই। এই ধরনের নেশা বস্তুতে কোনও স্বাস্থ্যহানী করার মতো পদার্থ নেই বলে যদি কেউ দাবি করেন, তা হলে তা মিথ্যা। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*ফ্লেভারড হুক্কায় এমন উপাদান থাকে যার মধ্যে কিছু পরিমাণ তামাক থাকেই। ফলে ক্যানসারের ঝুঁকি থাকে। ধূমপান এবং তামাকজাত যে কোনও দ্রব্যের মতোই এটিও ক্যানসারের জন্যও এটি দায়ী। সংগৃহীত ছবি। 
*ফ্লেভারড হুক্কায় এমন উপাদান থাকে যার মধ্যে কিছু পরিমাণ তামাক থাকেই। ফলে ক্যানসারের ঝুঁকি থাকে। ধূমপান এবং তামাকজাত যে কোনও দ্রব্যের মতোই এটিও ক্যানসারের জন্যও এটি দায়ী। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*ইলেকট্রনিক সিগারেটের প্রবণতা বাড়ছেঃ চিকিৎসক সুখবীর সিং তনওয়ার দাবি করেছেন, ফ্লেভারড হুক্কা ছাড়াও, ইলেকট্রনিক সিগারেটের প্রতিও তরুণ প্রজন্মের একটা আকর্ষণ রয়েছে। এটিও স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। ইলেকট্রনিক প্রক্রিয়ায় এই সিগারেট পুড়ে যায়। তা থেকে ধোঁয়াও বের হয়। ফলে সেই ধোঁয়া অবশ্যই পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে স্বাস্থ্যের উপর। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দর রাখতে হলে যে কোনও রকম নেশা থেকে মুক্তি পেতে হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই বলেই দাবি করেছেন চিকিৎসকরা। সংগৃহীত ছবি।
*ইলেকট্রনিক সিগারেটের প্রবণতা বাড়ছেঃ চিকিৎসক সুখবীর সিং তনওয়ার দাবি করেছেন, ফ্লেভারড হুক্কা ছাড়াও, ইলেকট্রনিক সিগারেটের প্রতিও তরুণ প্রজন্মের একটা আকর্ষণ রয়েছে। এটিও স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। ইলেকট্রনিক প্রক্রিয়ায় এই সিগারেট পুড়ে যায়। তা থেকে ধোঁয়াও বের হয়। ফলে সেই ধোঁয়া অবশ্যই পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে স্বাস্থ্যের উপর। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দর রাখতে হলে যে কোনও রকম নেশা থেকে মুক্তি পেতে হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই বলেই দাবি করেছেন চিকিৎসকরা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement