অর্গাজমের জন্য প্লিজ ইলেক্ট্রিক টুথব্রাশ ব্যবহার করবেন না, মহিলাদের সতর্ক করছেন ডাক্তাররা
Last Updated:
সে দেশে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, একজন মহিলা সেক্স টয় দিয়ে ৪ সেকেন্ড বেশি অর্গাজম অনুভব করতে পারেন৷ তাই অনেকে আরও বেশি অর্গাজমের জন্য ইলেক্ট্রিক টুথব্রাস ব্যবহার করছেন ভ্যাজাইনায়৷ যা আদতে বিপজ্জনক বলে জানাচ্ছেন ডাক্তাররা৷
advertisement
advertisement
advertisement
লন্ডনের নামী গাইনোকোলজিস্ট অ্যানে হেন্ডারসন জানাচ্ছেন, দাঁত মাজার জন্য ব্যবহৃত জিনিস যোনীতে ব্যবহার করলে বিপদ যে কোনও সময় ঘটতে পারে৷ তাঁর কথায়, 'বর্তমানে এই ট্রেন্ড চলছে৷ ইলেক্ট্রিক টুথব্রাশ দিয়ে অর্গাজম৷ আমি বেশি চিন্তিত৷ ইলেক্ট্রিক টুথব্রাশ দাঁত মাজা ছাড়া আর কোনও কিছুর জন্যই ব্যবহার করা ঠিক নয়৷'
advertisement