Vitamin Deficiency: আচমকাই পায়ে ব্যথা শুরু হয়েছে? এই ভিটামিনের ঘাটতি কিন্তু মারাত্মক হতে পারে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এই উপসর্গ কিন্তু ভিটামিন বি ১২-এর অভাবে (Vitamin Deficiency) হতেই পারে।
কোনও কারণ ছাড়াই হঠাৎ পায়ে ব্যথা, শরীর ঝিনঝিন করা, অবশ লাগা কিংবা বৈদ্যুতিক শকের মতো অনুভূতিও হচ্ছে? এই উপসর্গ কিন্তু ভিটামিন বি ১২-এর অভাবে হতেই পারে। এ ছাড়া দৃষ্টি ঘোলাটে লাগতে পারে, একটি জিনিস দুটি দেখা, চুল সাদাটে হওয়া বা পড়ে যাওয়া, নখের স্বাভাবিক রং হারানো এবং ত্বকের নানা সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘদিন ভিটামিন বি-১২-এর ঘাটতির কারণে স্নায়বিক সমস্যা হতে পারে। ফলে হাঁটতে-চলতে এবং ভারসাম্য রাখতে অসুবিধা হয়। রক্তশূন্যতা বা স্নায়বিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement