মিষ্টি খেলে ডায়বেটিস হয় না, ভুল ধারণা এখনই ভেঙে ফেলুন

Last Updated:
1/6
• ডায়বেটিস, অম্বল-গ্যাস আর সর্বাঙ্গে বাত, এ যেন আজকের বাঙালির তিন গয়না ৷ এই তিনের দৌলতে খাদ্যরসিক বাঙালির রসবোধ প্রায় যায় যায় অবস্থা ৷ কিন্তু ডায়বেটিস নিয়ে এখনও মানুষের মধ্যে রয়েছে প্রচুর ভুল ধারণা ৷ তারমধ্যে একটি অন্যতম প্রচলিত কিন্তু ভুল ধারণা হল মিষ্টি খেলে ডায়বেটিস হয় ৷
• ডায়বেটিস, অম্বল-গ্যাস আর সর্বাঙ্গে বাত, এ যেন আজকের বাঙালির তিন গয়না ৷ এই তিনের দৌলতে খাদ্যরসিক বাঙালির রসবোধ প্রায় যায় যায় অবস্থা ৷ কিন্তু ডায়বেটিস নিয়ে এখনও মানুষের মধ্যে রয়েছে প্রচুর ভুল ধারণা ৷ তারমধ্যে একটি অন্যতম প্রচলিত কিন্তু ভুল ধারণা হল মিষ্টি খেলে ডায়বেটিস হয় ৷
advertisement
2/6
• অনেক সময় অভিভাবকদের বলতে শোনা যায়, এত মিষ্টি খাস না, ডায়বেটিস হয়ে যাবে ৷ কিন্তু স্বস্তির কথা হল, মানুষের প্রচলিত এই বিশ্বাস একেবারেই ভুল ৷ তবে ডায়বেটিস হলে মিষ্টির উপর কিছুটা রাশ টানা জরুরি ৷
• অনেক সময় অভিভাবকদের বলতে শোনা যায়, এত মিষ্টি খাস না, ডায়বেটিস হয়ে যাবে ৷ কিন্তু স্বস্তির কথা হল, মানুষের প্রচলিত এই বিশ্বাস একেবারেই ভুল ৷ তবে ডায়বেটিস হলে মিষ্টির উপর কিছুটা রাশ টানা জরুরি ৷
advertisement
3/6
• যাঁরা খুব বেশি পরিমাণে মিষ্টি খান তাঁদের কী ডায়বেটিস হওয়ার কোনওরকম সম্ভাবনা থাকে ? আমরা সাধারণত দু’ভাবে মিষ্টি ইনটেক করি ৷ চা, কফি, দুধে সরাসরি মিষ্টি দিয়ে খাওয়া, আর রোজকার খাবার থেকে মিষ্টি ইনটেক করা ৷ যেমন- পানীয়, ফল, কেক, বিস্কিট এরকম নানা খাবারের মধ্যেই মিষ্টি থাকে ৷
• যাঁরা খুব বেশি পরিমাণে মিষ্টি খান তাঁদের কী ডায়বেটিস হওয়ার কোনওরকম সম্ভাবনা থাকে ? আমরা সাধারণত দু’ভাবে মিষ্টি ইনটেক করি ৷ চা, কফি, দুধে সরাসরি মিষ্টি দিয়ে খাওয়া, আর রোজকার খাবার থেকে মিষ্টি ইনটেক করা ৷ যেমন- পানীয়, ফল, কেক, বিস্কিট এরকম নানা খাবারের মধ্যেই মিষ্টি থাকে ৷
advertisement
4/6
• ডায়বেটিসও দু’রকমের হয় ৷ টাইপ ১, টাইপ ২ ৷ টাইপ ১ ডায়বেটিসে ইনসুলিন প্রস্তুতকারক কোষ নষ্ট হয়ে যায়, অন্যদিকে টাইপ ২ ডায়বেটিসে আমাদের শরীর ইনসুলিন ব্যবহার করতে পারে না ৷ এবং জেনে রাখা ভাল কোনও রকম ডায়বেটিসই মিষ্টি খাওয়ার কারণে হয় না ৷
• ডায়বেটিসও দু’রকমের হয় ৷ টাইপ ১, টাইপ ২ ৷ টাইপ ১ ডায়বেটিসে ইনসুলিন প্রস্তুতকারক কোষ নষ্ট হয়ে যায়, অন্যদিকে টাইপ ২ ডায়বেটিসে আমাদের শরীর ইনসুলিন ব্যবহার করতে পারে না ৷ এবং জেনে রাখা ভাল কোনও রকম ডায়বেটিসই মিষ্টি খাওয়ার কারণে হয় না ৷
advertisement
5/6
• টাইপ ২ ডায়বেটিসের সঙ্গে অবশ্য ওবেসিটির একটা যোগাযোগ রয়েছে ৷ ওবেসিটির একটা কারণ অবশ্যই কর্মবিমুখ লাইফস্টাইল এবং অতিরিক্ত জাঙ্ক ইনটেক করা ৷ আর এই ধরনের জাঙ্ক ফুডের মধ্যে সুগারও থাকে ৷ ফলে এই খাবার পরোক্ষভাবে ডায়বেটিসের সম্ভাবনা বাড়াতে পারে ৷
• টাইপ ২ ডায়বেটিসের সঙ্গে অবশ্য ওবেসিটির একটা যোগাযোগ রয়েছে ৷ ওবেসিটির একটা কারণ অবশ্যই কর্মবিমুখ লাইফস্টাইল এবং অতিরিক্ত জাঙ্ক ইনটেক করা ৷ আর এই ধরনের জাঙ্ক ফুডের মধ্যে সুগারও থাকে ৷ ফলে এই খাবার পরোক্ষভাবে ডায়বেটিসের সম্ভাবনা বাড়াতে পারে ৷
advertisement
6/6
• তবে ডায়বেটিস হওয়া মানেই কিন্তু মিষ্টির উপর ১৪৪ ধারা জারি করা নয় ৷ ব্যালান্সড ডায়েটে থাকলে অবশ্যই মিষ্টি খেতে পারেন আপনিও ৷
• তবে ডায়বেটিস হওয়া মানেই কিন্তু মিষ্টির উপর ১৪৪ ধারা জারি করা নয় ৷ ব্যালান্সড ডায়েটে থাকলে অবশ্যই মিষ্টি খেতে পারেন আপনিও ৷
advertisement
advertisement
advertisement