Cancer Drug: আশ্চর্য ওষুধ! ছ’মাসে সেরে গেল ক্যানসার, বিজ্ঞানী মহলে তোলপাড় এক খবরে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Cancer Drug: ছ’মাসের ওষুধে তাঁর শরীর থেকে সম্পূর্ণরূপে মিলিয়ে গিয়েছে ক্যানসার৷
ওয়েলসের এক মহিলার চিকিৎসার ঘটনায় কার্যত তোলপাড় পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে৷ কারণ, তাঁর শরীর থেকে ক্যানসার সম্পূর্ণ রূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মাত্র ছ’মাসে৷ ছ’মাসের ওষুধে তাঁর শরীর থেকে সম্পূর্ণরূপে মিলিয়ে গিয়েছে ক্যানসার৷ ক্যারি ডাউনির তাই এখন আলোচনার কেন্দ্রে, সম্প্রতি বিবিসির তরফ থেকে এই খবর জানানো হয়েছে৷
advertisement
advertisement
Swansea Bay University Health Board-এর তরফ থেকে একটি বার্তা দিয়ে এই কথা জানাানো হয়েছে৷ একটি বিশেষ ধরনের ক্যানসারের চিকিৎসার জন্য ডোস্টারিলিম্যাব দেওয়া হয়৷ এটি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় রয়েছে৷ এটির ফল সাধারণত ম্যাজিকের মতো দেখা দেয়৷ এটির ফলে অস্ত্রোপচার এড়ানো যায়, রেডিওথেরাপি দিতে হয় না, কেমোথেরাপিও দিতে হয় না৷
advertisement
advertisement
advertisement