Cancer Drug: আশ্চর্য ওষুধ! ছ’মাসে সেরে গেল ক্যানসার, বিজ্ঞানী মহলে তোলপাড় এক খবরে

Last Updated:
Cancer Drug: ছ’মাসের ওষুধে তাঁর শরীর থেকে সম্পূর্ণরূপে মিলিয়ে গিয়েছে ক্যানসার৷
1/6
ওয়েলসের এক মহিলার চিকিৎসার ঘটনায় কার্যত তোলপাড় পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে৷ কারণ, তাঁর শরীর থেকে ক্যানসার সম্পূর্ণ রূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মাত্র ছ’মাসে৷ ছ’মাসের ওষুধে তাঁর শরীর থেকে সম্পূর্ণরূপে মিলিয়ে গিয়েছে ক্যানসার৷ ক্যারি ডাউনির তাই এখন আলোচনার কেন্দ্রে, সম্প্রতি বিবিসির তরফ থেকে এই খবর জানানো হয়েছে৷
ওয়েলসের এক মহিলার চিকিৎসার ঘটনায় কার্যত তোলপাড় পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে৷ কারণ, তাঁর শরীর থেকে ক্যানসার সম্পূর্ণ রূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মাত্র ছ’মাসে৷ ছ’মাসের ওষুধে তাঁর শরীর থেকে সম্পূর্ণরূপে মিলিয়ে গিয়েছে ক্যানসার৷ ক্যারি ডাউনির তাই এখন আলোচনার কেন্দ্রে, সম্প্রতি বিবিসির তরফ থেকে এই খবর জানানো হয়েছে৷
advertisement
2/6
৪২ বছরের সিভিল সারভেন্ট ক্যারিকে ডোস্টারিলিম্যাব দেওয়া হয়েছিল৷ এক বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে৷ তার পর ছ’মাস তাঁকে এই ওষুধ দেওয়া হয়েছিল৷ এই ওষুধ খাওয়ার ছ’মাসের মধ্যে দেখা যায়, তাঁর শরীরে রোগের কোনও চিহ্ন নেই৷
৪২ বছরের সিভিল সারভেন্ট ক্যারিকে ডোস্টারিলিম্যাব দেওয়া হয়েছিল৷ এক বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে৷ তার পর ছ’মাস তাঁকে এই ওষুধ দেওয়া হয়েছিল৷ এই ওষুধ খাওয়ার ছ’মাসের মধ্যে দেখা যায়, তাঁর শরীরে রোগের কোনও চিহ্ন নেই৷
advertisement
3/6
Swansea Bay University Health Board-এর তরফ থেকে একটি বার্তা দিয়ে এই কথা জানাানো হয়েছে৷ একটি বিশেষ ধরনের ক্যানসারের চিকিৎসার জন্য ডোস্টারিলিম্যাব দেওয়া হয়৷ এটি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় রয়েছে৷ এটির ফল সাধারণত ম্যাজিকের মতো দেখা দেয়৷ এটির ফলে অস্ত্রোপচার এড়ানো যায়, রেডিওথেরাপি দিতে হয় না, কেমোথেরাপিও দিতে হয় না৷
Swansea Bay University Health Board-এর তরফ থেকে একটি বার্তা দিয়ে এই কথা জানাানো হয়েছে৷ একটি বিশেষ ধরনের ক্যানসারের চিকিৎসার জন্য ডোস্টারিলিম্যাব দেওয়া হয়৷ এটি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় রয়েছে৷ এটির ফল সাধারণত ম্যাজিকের মতো দেখা দেয়৷ এটির ফলে অস্ত্রোপচার এড়ানো যায়, রেডিওথেরাপি দিতে হয় না, কেমোথেরাপিও দিতে হয় না৷
advertisement
4/6
ডোস্টারিলিম্যাব হল একটি ইমিউনোথেরাপি, যেটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও ক্যানসার আক্রান্ত কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে৷ ক্যারি ডাউনির হার্নিয়া অস্ত্রোপচারের জন্য শরীরে ব্যথা দেখা দেয়৷
ডোস্টারিলিম্যাব হল একটি ইমিউনোথেরাপি, যেটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও ক্যানসার আক্রান্ত কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে৷ ক্যারি ডাউনির হার্নিয়া অস্ত্রোপচারের জন্য শরীরে ব্যথা দেখা দেয়৷
advertisement
5/6
সেই রোগের পরীক্ষা করতে গিয়ে তাঁরা শরীরে ক্যানসারের সন্ধান পান৷ তাঁর চিকিৎসা শুরু হয় গত বছর থেকে৷ এর পর অঙ্কোলজিস্ট ক্রেগ ব্যরিংটন সিঙ্গলটন হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু করেন৷ চিকিৎসক সেই সময় ব্যারিংটন ডোস্টারিলিম্যাব দেন৷
সেই রোগের পরীক্ষা করতে গিয়ে তাঁরা শরীরে ক্যানসারের সন্ধান পান৷ তাঁর চিকিৎসা শুরু হয় গত বছর থেকে৷ এর পর অঙ্কোলজিস্ট ক্রেগ ব্যরিংটন সিঙ্গলটন হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু করেন৷ চিকিৎসক সেই সময় ব্যারিংটন ডোস্টারিলিম্যাব দেন৷
advertisement
6/6
তার পর চিকিৎসার পর দেখা যায়, টিউমার অনেকটাই কমে গিয়েছিল ওষুধে৷ তার পর চিকিৎসার পর দেখা যায়, শরীরে রোগের কোনও চিহ্নই নেই৷ দু’টি স্ক্যানে দেখা যায়, শরীরে কোনও রোগের চিহ্নই নেই৷ ক্যারি সিঙ্গল মাদার, ১৭ বছরের ছেলেও আছে৷ আজ এতদিন পর শরীর ক্যানসার মুক্ত হওয়ায় তিনি এখন কাজে ফেরার কথা ভাবছেন৷
তার পর চিকিৎসার পর দেখা যায়, টিউমার অনেকটাই কমে গিয়েছিল ওষুধে৷ তার পর চিকিৎসার পর দেখা যায়, শরীরে রোগের কোনও চিহ্নই নেই৷ দু’টি স্ক্যানে দেখা যায়, শরীরে কোনও রোগের চিহ্নই নেই৷ ক্যারি সিঙ্গল মাদার, ১৭ বছরের ছেলেও আছে৷ আজ এতদিন পর শরীর ক্যানসার মুক্ত হওয়ায় তিনি এখন কাজে ফেরার কথা ভাবছেন৷
advertisement
advertisement
advertisement