Health Benefits of Red Radish: শীতে শুধু সাদা নয়, লাল এই সবজিও গুণে ঠাসা, ওজন কমায়, নিয়ন্ত্রণ করে রক্তচাপ!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Health Benefits of Red Radish: শীতের সময় মুলো (Radish) সহজলভ্য হয়। সাধারণত মানুষ সাদা মুলো খায়, কিন্তু আপনি কি কখনও লাল মুলো (Red Radish) দেখেছেন বা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, তবে জেনে নিন যে সাদা মুলোর তুলনায় লাল মুলো অনেক বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। লাল মুলোতে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলুন জেনে নেওয়া যাক লাল মুলো খাওয়ার উপকারিতা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রক্তচাপ নিয়ন্ত্রণ করে: লাল মুলোতে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এটি শরীরের সোডিয়ামের মাত্রা ব্যালেন্স করে। এছাড়া এতে থাকা প্রাকৃতিক উপাদান হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি কমায়। লাল মুলো শ্বাসযন্ত্রের স্বাস্থ্যকেও উন্নত করে। এটি নাক ও গলার কনজেশন থেকে মুক্তি দেয়। লাল মুলোর অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ শ্বাসযন্ত্রের সমস্যায় আরাম দেয়। যাঁরা শীতকালে অ্যালার্জি বা ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন, তাঁদের অবশ্যই লাল মুলো খাওয়া উচিত।
advertisement







