Health Benefits Of Cinnamon: রান্নাঘরের এই মশলাই হার্টের রোগের যম, শরীর থেকে নিংড়ে বের করবে ডায়াবিটিস, বাড়বে হজম ক্ষমতা
- Published by:Debolina Adhikari
- trending desk
Last Updated:
দারচিনি গাছের পাতা হালকা সবুজ রঙের হয়। তাতে সাদা-হলুদ রঙের ফুল ফোটে। এর ফল গোলাকার, কালো-বাদামি রঙের হয়।
advertisement
advertisement
advertisement
দারচিনি ব্যবহারের পদ্ধতি: রান্নায় শুকনো ডাঁটির আকারে কিংবা গুঁড়ো, দু’রকমভাবেই দারচিনি ব্যবহার করা হয়। গরম জলে মিশিয়ে পান করলে শরীর ভাল থাকে। দারচিনি গুঁড়ো চা, কাঢ়া, দুধ, লস্যি, সবজি, স্যুপ, দই ইত্যাদির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। চায়ে দারচিনি গুঁড়ো মেশালে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাছাড়া এর গুঁড়ো শসা এবং অন্যান্য ফলের সঙ্গে মাখলে সুন্দর গন্ধ ছাড়ে, স্বাদও বাড়ে।
advertisement
advertisement
advertisement
advertisement