Health Benefits: মাছের ঝোল থেকে নিরামিষ তরকারি, সবেতেই দিচ্ছেন কালোজিরে? জানেন এর ফলে শরীরে কী হচ্ছে? গবেষণার রিপোর্টে চমকে উঠবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাঙালি হেঁশেলে কালোজিরের বড় কদর! আলুর তরকারি হোক কী মাছের ঝোল, কালোজিরে মাস্ট! কিন্তু রোজ কালোজিরে খেলে শরীরে কী হয় জানেন?
advertisement
গবেষণা বলছে, প্রতি ১০০ গ্রাম কালিজিরের মধ্যে থাকে-- ৩৪৫-৩৫০ ক্যালরি, ১৭-২১ গ্রাম প্রোটিন, ৩৫-৪০ গ্রাম ফ্যাট (চর্বি), ৪-৫ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, ১৪-১৬ গ্রাম মোনোআনস্যাচুরেটেড ফ্যাট, ১৮-২০ গ্রাম পলি-আনস্যাচুরেটেড ফ্যাট, ০.৩-০.৫ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ৫৮-৬০% ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, ৩৮-৪২ গ্রাম কার্বোহাইড্রেট, ৫-৭ গ্রাম আহারযোগ্য ফাইবার। এছাড়াও রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি১ (থায়ামিন), ভিটামিন বি২ (রাইবোফ্লাভিন), ভিটামিন বি৩ (নিয়াসিন), ভিটামিন বি৬,ফোলেট (ভিটামিন বি৯), ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম,ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম,জিঙ্ক, সেলেনিয়াম। রোজ কালোজিরে খেলে শরীরে কী হয় জানেন?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement