Health Benefits: কফিতে মেশান ‘১ ফোঁটা’, সারাদিন মন থাকবে ফুরফুরে, শরীর চনমনে, কী সেই জিনিস জেনে নিন ‘বিশেষজ্ঞের পরামর্শ’

Last Updated:
Health Benefits: কফিতে মেশান এই জিনিস, সারাদিন মন থাকবে ফুরফুরে, শরীর স্বাস্থ্য ভাল থাকবে৷
1/7
শীতকাল পড়ছে৷ শীতে গরম কফিতে চুমুক দিতে কার না ভাল লাগে! তো সেই কফি লাভারদের জন্যই এইবারের প্রতিবেদন৷
শীতকাল পড়ছে৷ শীতে গরম কফিতে চুমুক দিতে কার না ভাল লাগে! তো সেই কফি লাভারদের জন্যই এইবারের প্রতিবেদন৷
advertisement
2/7
কফিতে কত কিছুই মেশালেন৷ কিন্তু এই এক ফোঁটা জিনিস কফিতে মিশিয়ে দেখুন, সে স্বাদ জন্ম জন্মান্তরে ভুলিবেন না৷ দেখে নিন কী সেই জিনিস?
কফিতে কত কিছুই মেশালেন৷ কিন্তু এই এক ফোঁটা জিনিস কফিতে মিশিয়ে দেখুন, সে স্বাদ জন্ম জন্মান্তরে ভুলিবেন না৷ দেখে নিন কী সেই জিনিস?
advertisement
3/7
কফির সঙ্গে এক ফোঁটা ঘি মেশান৷ তার ঘি খাবারের ঘ্রাণ বৃদ্ধির সঙ্গে স্বাস্থ্যের জন্যেও বেশ কার্যকরী৷
কফির সঙ্গে এক ফোঁটা ঘি মেশান৷ তার ঘি খাবারের ঘ্রাণ বৃদ্ধির সঙ্গে স্বাস্থ্যের জন্যেও বেশ কার্যকরী৷
advertisement
4/7
এই বিষয়ে ডায়েটিশিয়ান সৌম্য আগারওয়াল বিস্তীর্ণ জানিয়েছেন৷ ঘি-তে থাকা অ্যাসিড পরিপাকে সহায়তা করে৷
এই বিষয়ে ডায়েটিশিয়ান সৌম্য আগারওয়াল বিস্তীর্ণ জানিয়েছেন৷ ঘি-তে থাকা অ্যাসিড পরিপাকে সহায়তা করে৷
advertisement
5/7
এই ঘি-তে প্রচুর পরিমাণে ভিটামিন-এ এবং ই থাকে৷ তা শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে৷
এই ঘি-তে প্রচুর পরিমাণে ভিটামিন-এ এবং ই থাকে৷ তা শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে৷
advertisement
6/7
ঘি-তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে৷ যা ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে৷ এই উপাদান হৃদরোগের ঝুঁকি থেকে দূরে রাখে৷
ঘি-তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে৷ যা ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে৷ এই উপাদান হৃদরোগের ঝুঁকি থেকে দূরে রাখে৷
advertisement
7/7
 প্রতিদিন এক কাপ কফিতে ১ ফোঁটা ঘি মেশান৷ এর ফলে মানসিক অবসাদ থেকেও মুক্তি পাওয়া যায়৷ এছাড়া সারাদিন এনার্জিতে ভরপুর থাকবেন৷
প্রতিদিন এক কাপ কফিতে ১ ফোঁটা ঘি মেশান৷ এর ফলে মানসিক অবসাদ থেকেও মুক্তি পাওয়া যায়৷ এছাড়া সারাদিন এনার্জিতে ভরপুর থাকবেন৷
advertisement
advertisement
advertisement