রোজ পাতে একটা কাঁচালঙ্কা। এমনিতে এই জিনিসটি খাবারে স্বাদ বাড়িয়ে দেয়। কিন্তু পাশাপাশি রয়েছে একাধিক গুণ। দেখে নেওয়া যাক সেগুলি কী পুরুষদের প্রস্টেট ক্যানসারে ঝুঁকি কমাতে কাঁচালঙ্কা কার্যকরী। এছাড়াও স্নায়ুরোগ নিরাময়েও কাজে লাগে কাঁচালঙ্কা। কাঁচালঙ্কা খেলে মস্তিষ্কে এনড্রোফিন নামের একটি হরমোন নিঃসৃত হয়। এর কারণে মন মেজাজ ভাল থাকে। অ্যান্টি অক্সিড্য়ান্ট থাকার ফলে ক্যানসারের বিরুদ্ধে লড়তে সক্ষম কাঁচালঙ্কা। কাঁচালঙ্কা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে দেয় না। কাঁচালঙ্কা খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে। কাঁচালঙ্কায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকে। ভিটামিন থাকায় হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভাল রাখতে সাহায্য করে কাঁচালঙ্কা।