Plats for Home: অক্সিজেনের লেভেল বাড়ায় অনেকটা, এই ৬টি গাছ বাড়িতে না রাখলেই নয়

Last Updated:
এমন কিছু গাছ বাড়িতে রাখা দরকার যা ঘরের মধ্যেকার অক্সিজেন লেভেল অনেকটা বাড়িয়ে দেবেন । আসুক এমন ৬টি গাছের সঙ্গে পরিচিত হওয়া যাক-
1/7
• গাছ যেমন চোখের আরাম দেয়, তেমনই ফুল, ফল দিয়ে ভরিয়েও রাখে আমাদের । শুধু তাই নয়, আমাদের বেঁচে তাকার জন্য অন্যতম যে অক্সিজেন গ্যা, তাও সরবরাহ করে এটি । বর্তমানের এই অতিমারী পরিস্থিতিতে, যেখানে করোনা রোগীরা বেশিরভাগই অক্সিজেনের সমস্যায় ভুগছেন....সেখানে এমন কিছু গাছ বাড়িতে রাখা দরকার যা ঘরের মধ্যেকার অক্সিজেন লেভেল অনেকটা বাড়িয়ে দেবেন । আসুক এমন ৬টি গাছের সঙ্গে পরিচিত হওয়া যাক-
• গাছ যেমন চোখের আরাম দেয়, তেমনই ফুল, ফল দিয়ে ভরিয়েও রাখে আমাদের । শুধু তাই নয়, আমাদের বেঁচে তাকার জন্য অন্যতম যে অক্সিজেন গ্যা, তাও সরবরাহ করে এটি । বর্তমানের এই অতিমারী পরিস্থিতিতে, যেখানে করোনা রোগীরা বেশিরভাগই অক্সিজেনের সমস্যায় ভুগছেন....সেখানে এমন কিছু গাছ বাড়িতে রাখা দরকার যা ঘরের মধ্যেকার অক্সিজেন লেভেল অনেকটা বাড়িয়ে দেবেন । আসুক এমন ৬টি গাছের সঙ্গে পরিচিত হওয়া যাক-
advertisement
2/7
• Chinese Evergreens – ইন্ডোর গাছ হিসাবে এই গাছ খুবই পরিচিত । বাড়িতে পারলে অবশ্যই একটি রাখতে পারেন এই গাছটি । অক্সিজেনের লেভেল বাড়ানোর সঙ্গে সঙ্গে বাতাসের বিষাক্ত উপাদন টেনে নিয়ে বাতাস পরিশ্রুত করতে সাহায্য করে এই গাছটি ।
• Chinese Evergreens – ইন্ডোর গাছ হিসাবে এই গাছ খুবই পরিচিত । বাড়িতে পারলে অবশ্যই একটি রাখতে পারেন এই গাছটি । অক্সিজেনের লেভেল বাড়ানোর সঙ্গে সঙ্গে বাতাসের বিষাক্ত উপাদন টেনে নিয়ে বাতাস পরিশ্রুত করতে সাহায্য করে এই গাছটি ।
advertisement
3/7
• Peace lily – যেমন সুন্দর নাম, তেমনই সুন্দর তার কাম । দেখলেও চোখ জুড়িয়ে যাবে । সাদা রঙের ফুল হয় গাছটিতে । ঘরের অক্সিজেন লেভেল বাড়াতে এটিও সাহায্য করে ।
• Peace lily – যেমন সুন্দর নাম, তেমনই সুন্দর তার কাম । দেখলেও চোখ জুড়িয়ে যাবে । সাদা রঙের ফুল হয় গাছটিতে । ঘরের অক্সিজেন লেভেল বাড়াতে এটিও সাহায্য করে ।
advertisement
4/7
• Money Plant – খুবই পরিচিত এই গাছ । কোনও যত্ন ছাড়াই ঘরের ভিতরে, বাইরে সর্বত্র এই গাছ লাগাতে পারেন । বাতাস শুদ্ধ করতে এই জুড়ি মেলা ভার ।
• Money Plant – খুবই পরিচিত এই গাছ । কোনও যত্ন ছাড়াই ঘরের ভিতরে, বাইরে সর্বত্র এই গাছ লাগাতে পারেন । বাতাস শুদ্ধ করতে এই জুড়ি মেলা ভার ।
advertisement
5/7
• Areca Palm – এই গাছটিও ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি করতে খুবই ব্যবহৃত হয় । খুব একটা দেখভালও করতে হয় না । হালকা রোদ বা বিনা রোদে বেশ বাল ভাবেই বেঁচে থাকতে পারে এি এরিকা পাম ।
• Areca Palm – এই গাছটিও ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি করতে খুবই ব্যবহৃত হয় । খুব একটা দেখভালও করতে হয় না । হালকা রোদ বা বিনা রোদে বেশ বাল ভাবেই বেঁচে থাকতে পারে এি এরিকা পাম ।
advertisement
6/7
• Snake Plant – অনেকটা সাপের মতো দেখতে বলে এই গাছের এমন নাম । বসার ঘরে দারুণ মানায় এই গাছ । বাতাসের বিষাক্ত উপাদন, যেমন জাইলিন, ফর্মালডিহাইড, বেঞ্চিন টেনে নিয়ে শুদ্ধ অক্সিজেন উৎপন্ন করে এটি ।
• Snake Plant – অনেকটা সাপের মতো দেখতে বলে এই গাছের এমন নাম । বসার ঘরে দারুণ মানায় এই গাছ । বাতাসের বিষাক্ত উপাদন, যেমন জাইলিন, ফর্মালডিহাইড, বেঞ্চিন টেনে নিয়ে শুদ্ধ অক্সিজেন উৎপন্ন করে এটি ।
advertisement
7/7
• Gerbera Daisy – এই গাছের ফুল কার না পছন্দের । তার সঙ্গে সঙ্গে অনেক বেশি পরিমাণে অক্সিজেন উৎপন্ন করার ক্ষমতাও রাখে এই গাছ । বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন উৎপাদন করে ।
• Gerbera Daisy – এই গাছের ফুল কার না পছন্দের । তার সঙ্গে সঙ্গে অনেক বেশি পরিমাণে অক্সিজেন উৎপন্ন করার ক্ষমতাও রাখে এই গাছ । বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন উৎপাদন করে ।
advertisement
advertisement
advertisement