Tingling in Feet: ঘন ঘন ঝিনঝিন ধরে হাত-পায়? সুগার থেকে ভিটামিন, সমস্যা থাকতে পারে অনেক গভীরে..ফেলে রাখবেন না একদম
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
হাতে পায়ে এই ধরনের ঝিন ঝিন ধরার পিছনে স্নায়ুর সমস্যা কারণ হতে পারে। যদি আপনি ঘন ঘন হাত এবং পায়ে এই ধরনের অনুভূতি অনুভব করেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement
ডায়াবেটিস: কারও ডায়াবেটিসের সমস্যা থাকলে অনেক সময় স্নায়ুর ক্ষতি হয়৷ সেই কারণে হাতের পাতা, আঙুল, পায়ের পাতা আঙুল, পায়ের নীচের দিকে বারবার ঝিনঝিন ধরার মতো সমস্যা হতে পারে৷ ৩০% ক্ষেত্রে, এই ধরনের ঝিন ধরার কারণ হল ডায়াবেটিস। ডায়াবেটিক নিউরোপ্যাথিতে প্রথমে উভয় পায়ে টিঙ্গলিং এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement