Height Increasing Food: এই ৫ খাবার রোজ খেলে তড়তড়িয়ে উচ্চতায় বাড়বেন আপনি!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বেঁটে বলে কি আপনি হিনমন্যতায় ভোগেন । এই খাবার গুলি খেলে কোনও ওষুধ ছাড়াই উচ্চতা বাড়বে আপনার (Height Increasing Food)।
• লম্বা, সুন্দর দেহের গঠন কে না চায় বলুন? অমিতাভ বচ্চন বা দীপিকা পাড়ুকোনকে সিনেমার পর্দায় দেখে সেই সাধ আমাদের সকলেরই কম বেশি হয় । মেয়েরা জিনগত কারণেই ছেলেদের থেকে উচ্চতায় খাটো হন । কিন্তু অনেক সময়ই উচ্চতা কম থাকার জন্য অনেককেই ঘরে, বাইরে কটূক্তি, টিটকিরি শুনতে হয় । অনেক সময় কর্মক্ষেত্রেও সমস্যা হয়ে যায় । এই সমস্যার সমাধান করতে পারে এই ৫টি খাবার । ছোট থেকে এই খাবার গুলি আপনার খাদ্যতালিকায় থাকলে উচ্চতা বাড়বে সঠিক ভাবে । মোটামুটি ১৮-২০ বছর পর্যন্ত আমাদের উচ্চতা বাড়ে । তারপর উচ্চতা বাড়লেও তা খুবই সামান্য । তাই কম বয়সে আপনার বা আপনার সন্তানের ডায়েটে অবশ্যই রাখতে হবে এই পাঁচ খাবার ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement