Happy Kiss Day 2021: চুমু খাচ্ছেন খান, এভাবেও খেতে পারেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মন খারাপের চাবিকাঠি, সম্পর্কের জাদুকাঠি চুমু। তবে চুমুর অনেক প্রকারভেদও রয়েছে। ফ্রেঞ্চ কিস, স্মুচ থেকে বেরিয়ে আজ করতে পারেন এই সিঙ্গল লিপ কিস। এই কিসে একটা ঠোঁটের উপর একটা রেখে স্যান্ডউইচ করা হয়।
চুম্বনের মধ্যেই তো লুকিয়ে আছে সম্পর্কের গভীরতা, প্যাশন। চুম্বনই বলে দিতে পারে কোন ধাপে দাঁড়িয়ে রয়েছে আপনাদের সম্পর্ক। তাই কিস ডে অর্থাৎ চুম্বন দিবসে প্রিয়জনকে একটা হ্যাপি হ্যাপি কিস করতেই পারেন। আরেক বার বলতেই পারেন, '... চুমুর দিব্বি, তোমাকে ভালোবাসি।'
advertisement
আসলে চুম্বনের মধ্যে থাকে গভীরতা, না বলা অনেক কথা। মন খারাপের চাবিকাঠি, সম্পর্কের জাদুকাঠি চুমু। তবে চুমুর অনেক প্রকারভেদও রয়েছে। ফ্রেঞ্চ কিস, স্মুচ থেকে বেরিয়ে আজ করতে পারেন এই সিঙ্গল লিপ কিস। এই কিসে একটা ঠোঁটের উপর একটা রেখে স্যান্ডউইচ করা হয়।
advertisement
চুম্বন কি শুধুমাত্র ভালোবাসার প্রতীক? একেবারেই নয়। স্নেহের প্রতীকও চুম্বন। পদ্যের লাইনে আমরা যেমন বলি, সূর্য আমাদের কপালে স্নেহচুম্বন এঁকে দেয়। ছোট্ট শিশুরকান্না যেমন আলতো চুম্বনে একবারে চুপ হয়ে যায়। যেমন সম্পর্কের ক্ষেত্রে ফোরহেড কিস। অর্থাৎ প্রিয়জনের কপালে ঠোঁট রেখে বলে দেওয়া, 'পাশে আছি'।
advertisement
কান বা ইয়ারলোবে কিস যেমন সবচেয়ে রোম্যান্টিক ও অন্তরঙ্গ। কানের মধ্যে দিয়ে না বলা কথাই যেন প্রশ্বাসের শব্দ। ভালোবাসার মানুষকে কানে চুমু দিয়ে প্রেম উদযাপন করে দেখতে পারেন।
advertisement
এর পর আসে হট কিসের কথা। হট কিস বলতে যা বোঝায় তা হল লিজার্ড কিস। পরস্পরের জিভের স্ট্রোকে এই কিস হয়ে ওঠে উপভোগ্য। অনেকটা গিরগিটি-টিকটিকির মতো জিভ বের করে সেটিকেই জড়িয়ে নেওয়া অন্য জিভে।
advertisement