Hairloss Treatment: মুঠো মুঠো চুল উঠছে? নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন এই সাদা আর কালো জিনিস, ১০ দিনের মধ্যে হাতনাতে ফল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বর্তমানে চুল ঝরা প্রায় প্রত্যেকটি মেয়ের সমস্যা৷ বিশেষ করে বর্ষাকালে তো মুঠো মুঠো ঝরে চুল৷ চুল ঝরা কমাতে আমরা অনেকেই দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে থাকি, কিন্তু, এমন অনেক ঘরোয়া টোটকা রয়েছে, যেগুলি চুল ঝরে যাওয়া কমাতে দুর্দান্ত কার্যকরী৷
advertisement
advertisement
তিনি বলেন, “লবণ এবং মরিচের মধ্যে উপস্থিত খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্টগুলি চুলের ফলিকলগুলিকে উদ্দীপিত করে। শুধু তাই নয়, বিট লবণ চুলের গোড়ায় উপস্থিত ময়লা পরিষ্কার করে। যাতে চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কালো মরিচে রয়েছে পিপারিন নামক উপাদান। যা চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে। এর পাশাপাশি এটি মাথায় রক্ত সঞ্চালন বাড়ায়। যার কারণে চুলের গোড়া মজবুত হয়।’’
advertisement
নারকেল তেলের সাথে কীভাবে ব্যবহার করবেন? আয়ুর্বেদে, নারকেল তেল চুলের জন্য অমৃত হিসাবে বিবেচিত হয়। তিনি বলেন, “নারকেল তেল, বিট লবণ এবং কালো মরিচের মিশ্রণ চুলের জন্য খুবই উপকারী। এটি তৈরি করতে এক চামচ বিট লবণের সঙ্গে কালো গোলমরিচের গুঁড়ো আধা চা-চামচ মিশিয়ে নিন। তাতে দিন ২-৩ চামচ নারকেল তেল। এই সব ভাল করে মিশিয়ে মাথায় হালকা হাতে লাগান। এই মিশ্রণ চুলের গোড়া মজবুত করে।
advertisement
advertisement
advertisement