Hair Fall: মাথায় টাক দেখা যাচ্ছে? অব্যর্থ ৪টে টোটকা, চুল পড়া কমবে, গজাবে নতুন চুল-ও

Last Updated:
ট্রাই করুন এই ৪টে টোটকা, চুল পড়া কমবে, নতুন চুল গজাবে
1/5
খুব চুল পড়ছে? মাথায় উঁকি দিচ্ছে টাক? চিন্তা করবেন না! টেনশন শিকেয় তুকুন! মাত্র ৪টে টোটকা ট্রাই করুন, চুল পড়াও বন্ধ হবে, নতুন চুল গজাবেও!
খুব চুল পড়ছে? মাথায় উঁকি দিচ্ছে টাক? চিন্তা করবেন না! টেনশন শিকেয় তুকুন! মাত্র ৪টে টোটকা ট্রাই করুন, চুল পড়াও বন্ধ হবে, নতুন চুল গজাবেও!
advertisement
2/5
এল লিটার জলে এক মুঠো নিমপাতা ফুটিয়ে নিন। মিশ্রণ ঠান্ডা করে বোতলে ভরে রেখে দিন। সপ্তাহে অন্তত একবার শ্যাম্পু করার পর এই নিমের জলে চুল ধুয়ে নিন। স্ক্যাল্পে কোনওরকম ইনফেকশন বা খুশকির সমস্যা থাকলে নিমের প্রভাবে তা থেকে মুক্তি পাবেন।
এল লিটার জলে এক মুঠো নিমপাতা ফুটিয়ে নিন। মিশ্রণ ঠান্ডা করে বোতলে ভরে রেখে দিন। সপ্তাহে অন্তত একবার শ্যাম্পু করার পর এই নিমের জলে চুল ধুয়ে নিন। স্ক্যাল্পে কোনওরকম ইনফেকশন বা খুশকির সমস্যা থাকলে নিমের প্রভাবে তা থেকে মুক্তি পাবেন।
advertisement
3/5
চুল পড়া আটকাতে ম্যাজিকের মতো কাজ করে পেঁয়াজের রস। পেঁয়াজ ভাল করে বেটে ১ মগ জলে মিশিয়ে নিন। এ বার পেঁয়াজের রস মেশানো ওই জল মাথায় লাগিয়ে ভাল করে মালিশ করুন। কিছু ক্ষণ পর উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে অন্তত ২-৩ বার পেঁয়াজের রস মাথার ত্বকে মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।
চুল পড়া আটকাতে ম্যাজিকের মতো কাজ করে পেঁয়াজের রস। পেঁয়াজ ভাল করে বেটে ১ মগ জলে মিশিয়ে নিন। এ বার পেঁয়াজের রস মেশানো ওই জল মাথায় লাগিয়ে ভাল করে মালিশ করুন। কিছু ক্ষণ পর উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে অন্তত ২-৩ বার পেঁয়াজের রস মাথার ত্বকে মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।
advertisement
4/5
সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মিক্সিতে বেটে নিন। এটা সরাসরি চুলে লাগাতে পারেন প্যাকের মতো, দই-মধুর সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন। মিশ্রণ চুলে শুকিয়ে গেলে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মিক্সিতে বেটে নিন। এটা সরাসরি চুলে লাগাতে পারেন প্যাকের মতো, দই-মধুর সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন। মিশ্রণ চুলে শুকিয়ে গেলে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
advertisement
5/5
মেথি আর কালো জিরে রোদে শুকিয়ে নিন। এর পর মিক্সিতে গুঁড়ো করে মাল মাণের নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটা ফুটিয়ে নিন কিছুক্ষণ। এই তেল একটি কাচের শিশিতে রাখবেন। ১০ থেকে ১২ দিন সহজেই রাখতে পারবেন। সপ্তাহে তিন দিন চুল লাগিয়ে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
মেথি আর কালো জিরে রোদে শুকিয়ে নিন। এর পর মিক্সিতে গুঁড়ো করে মাল মাণের নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটা ফুটিয়ে নিন কিছুক্ষণ। এই তেল একটি কাচের শিশিতে রাখবেন। ১০ থেকে ১২ দিন সহজেই রাখতে পারবেন। সপ্তাহে তিন দিন চুল লাগিয়ে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
advertisement