আপনার চুল এরকম ফাটা ফাটা? 'স্ট্রেট' ঝলমলে চুল চাইলে সহজ ঘরোয়া উপায় জানুন! পার্লারে যেতে হবে না, কিনতে হবে না দামি প্রসাধনীও!
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Hair Care: মহিলারা প্রায়ই তাঁদের চুলের বৃদ্ধি নিয়ে চিন্তিত থাকেন, সব ঠিক থাকলেও চুলের বৃদ্ধি না হওয়ার সবচেয়ে বড় কারণ হল স্প্লিট এন্ড অর্থাৎ দু'মুখো চুল। জেনে নিন ঘরোয়া সমাধান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শরীরের যেমন পুষ্টি ও প্রোটিন প্রয়োজন, তেমনই চুলেরও প্রোটিন ও পুষ্টি প্রয়োজন। চুলের নিষ্প্রাণতা এবং ফাটলের সমস্যাও এই কারণে শুরু হয়, এমন পরিস্থিতিতে চুলের ফাটল কমাতে অ্যাপল সিডার ভিনিগার ব্যবহার করা উচিত। সরাসরি অ্যাপল সিডার ভিনিগার দিয়ে চুল ধুলে সমস্যা হতে পারে। এর জন্য কলা এবং নারকেল দুধের মিশ্রণ চুলে লাগাতে হবে, এতে চুল সুন্দর ও ঝলমলে হয়।
advertisement
advertisement
advertisement