Hair Color: পার্লারে গিয়ে টাকা ধ্বংস কেন? চুলের ক্ষতি না করে বাড়িতেই এভাবে করুন কালার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
তবে চুলে রঙ করা মানেই পার্লার যাওয়া, দামি হেয়ার কালার লাগানো৷ অর্থাৎ একগাদা টাকার ধাক্কা৷ কিন্তু জানেন কি ঘরে বসেই আপনি নিজেই নিজের চুলে রং করতে পারবেন৷
চুলে রঙ করার প্রবণতা এখন অনেকটাই বেড়েছে৷ লাল, নীল, সোনালি থেকে সাদা, নানা রঙে চুলকে রাঙিয়ে তুলছে নতুন প্রজন্ম৷ আবার অল্প বয়সে চুলে পাক ধরার বা চুল সাদা হয়ে যাওয়ার সমস্যাও এখন বেড়েছে৷ ফলে পাল্লা দিয়ে বাড়ছে চুলে রঙ করার প্রবণতাও৷ সাদা চুলকে কালো করাই হোক বা কালো চুলে অন্য রঙের ছোঁয়া দেওয়াই হোক, চুলে রঙ করা হাল ফ্যাশনের স্টাইল স্টেটমেন্টের তালিকায় জায়গা করে নিয়েছে৷
advertisement
তবে চুলে রঙ করা মানেই পার্লার যাওয়া, দামি হেয়ার কালার লাগানো৷ অর্থাৎ একগাদা টাকার ধাক্কা৷ ইচ্ছে থাকলেও তাই অনেকেই অনেক সময় এড়িয়ে যান৷ তাছাড়া কেমিক্যাল হেয়ার কালারের অনেক সময় চুলের ক্ষতি হওয়ার ভয়ও থেকে যায়৷ কিন্তু জানেন কি ঘরে বসেই আপনি নিজেই নিজের চুলে রং করতে পারবেন৷ জেনে নিন বাড়ি বসেই মনের নতো রঙে চুলকে রাঙিয়ে তোলার সঠিক উপায়৷
advertisement
একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাড়িতে চুলে রং করার আগে প্যাচ টেস্ট করে নিন৷ এর জন্য একটি পাত্রে অল্প পরিমাণে রং মেশান। এই মিশ্রণটি একটু নিন এবং আপনার কানের পিছনের ত্বকে বা কব্জিতে লাগান। এর পরে, কমপক্ষে ২৪ ঘন্টা দেখুন কোনও অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে কিনা৷ কোনও ধরনের অ্যালার্জি না থাকলে ঘরে বসেই চুলে রং লাগাতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement