Hair Care Treatment at Home: কোনও স্পা নয়, হেয়ার কেয়ার হবে পথের ধারের এই আগাছায়, পার্লারে টাকা খরচ ছাড়াই চুল হবে ঘন কালো মখমলের মত!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Keshuti Benefit: মাথার চুল হবে মখমলের মত সুন্দর, পুরুষ মহিলা উভয়েই এই সহজ টিপস জানলে উপকার পাবে, খরচ হবে না টাকা
advertisement
advertisement
advertisement
advertisement
এ প্রসঙ্গে ডাঃ সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, কেশুতি পাতা চুলে মাখলে চুল কালো এবং চুলের গোড়া শক্তপোক্ত হবে। তবে অধিকাংশ মানুষ ভুল নিয়মে ব্যবহার করে তাই উপকার সঠিক পায়না। প্রথমে ছায়ায় শুকিয়ে নিতে হবে কেশুতি গাছের পাতা। কয়েকদিন শুকনো পাতা তেলে ভিজিয়ে রাখার পর। সেই তেল ছেঁকে ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে।
