Hair Care Tips: ঝরঝর করে ঝরে যাচ্ছে চুল, তারওপর খুস্কি, নারকেল তেলে মিশিয়ে নিন এই সস্তার ফুল, কামাল হবে

Last Updated:
North Dinajpur News: চুলের স্বাস্থ্যকে উন্নত করতে  নারকেল তেলের সঙ্গে লাগান এই  ফুলের পাপড়ি আর দেখুন ম্যাজিক
1/6
:চুলের স্বাস্থ্যকে উন্নত করতে নারকেল তেলের সঙ্গে লাগান এই ফুলের পাপড়ি আর দেখুন ম্যাজিক।বাড়িতে তো গাঁদা ফুল গাছ অনেকেরই আছে। কিন্তু গাঁদা ফুল শুধু পুজোর কাজেই নয় এই ফুল দিয়ে আপনি চুলের যত্ন ও করতে পারবেন নিমেষে।
:চুলের স্বাস্থ্যকে উন্নত করতে নারকেল তেলের সঙ্গে লাগান এই ফুলের পাপড়ি আর দেখুন ম্যাজিক।বাড়িতে তো গাঁদা ফুল গাছ অনেকেরই আছে। কিন্তু গাঁদা ফুল শুধু পুজোর কাজেই নয় এই ফুল দিয়ে আপনি চুলের যত্ন ও করতে পারবেন নিমেষে।
advertisement
2/6
গাঁদা ফুলের মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা ওষুধ রূপে ব্যবহার করা হয়। একই ভাবে এই ফুল ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও কার্যকরী। গাঁদা ফুল দিয়ে কিভাবে চুলের যত্ন এবং এ ব্যাপারে সঙ্গীতা গুহ রায় জানান, গাঁদা ফুলের মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা ওষুধ রূপে ব্যবহার করা হয়। একই ভাবে এই ফুল ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও কার্যকরী।
গাঁদা ফুলের মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা ওষুধ রূপে ব্যবহার করা হয়। একই ভাবে এই ফুল ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও কার্যকরী। গাঁদা ফুল দিয়ে কিভাবে চুলের যত্ন এবং এ ব্যাপারে সঙ্গীতা গুহ রায় জানান, গাঁদা ফুলের মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা ওষুধ রূপে ব্যবহার করা হয়। একই ভাবে এই ফুল ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও কার্যকরী।
advertisement
3/6
দূষণ, খাদ্যাভ্যাস, জীবনধারা ইত্যাদি বিভিন্ন কারণে চুল নষ্ট হতে থাকে। চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যায়। এই উজ্জ্বলতাকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে গাঁদা ফুল। নারকেল তেলের সঙ্গে গাঁদা ফুলের পাপড়িকে ফুটিয়ে নিন। এবার ওই তেল স্ক্যাল্পে ও চুলের ওপর প্রয়োগ করুন।
দূষণ, খাদ্যাভ্যাস, জীবনধারা ইত্যাদি বিভিন্ন কারণে চুল নষ্ট হতে থাকে। চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যায়। এই উজ্জ্বলতাকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে গাঁদা ফুল। নারকেল তেলের সঙ্গে গাঁদা ফুলের পাপড়িকে ফুটিয়ে নিন। এবার ওই তেল স্ক্যাল্পে ও চুলের ওপর প্রয়োগ করুন।
advertisement
4/6
এতে মজবুত হবে আপনার চুল।এছাড়া অলিভ অয়েলের সঙ্গেও গাঁদা ফুলের পাপড়িকে ফুটিয়ে নিতে পারেন। এবার ওই তেল দিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। নিজেই পার্থক্য বুঝতে পারবেন কিছু দিনের মধ্যে।
এতে মজবুত হবে আপনার চুল।এছাড়া অলিভ অয়েলের সঙ্গেও গাঁদা ফুলের পাপড়িকে ফুটিয়ে নিতে পারেন। এবার ওই তেল দিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। নিজেই পার্থক্য বুঝতে পারবেন কিছু দিনের মধ্যে।
advertisement
5/6
খুশকির সমস্যাও দূর করতে গাঁদা ফুল ভীষণ কার্যকরী।দু কাপ গরম জলে গাঁদা ফুলের পাপড়ি ফুটিয়ে নিন এবং তাতে নিম তেল ও টি ট্রি অয়েল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে স্প্রে করুন। কিছু দিনের মধ্যে খুশকির সমস্যা দূর হয়ে যাবে।
খুশকির সমস্যাও দূর করতে গাঁদা ফুল ভীষণ কার্যকরী।দু কাপ গরম জলে গাঁদা ফুলের পাপড়ি ফুটিয়ে নিন এবং তাতে নিম তেল ও টি ট্রি অয়েল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে স্প্রে করুন। কিছু দিনের মধ্যে খুশকির সমস্যা দূর হয়ে যাবে।
advertisement
6/6
এছাড়া কলা ও মেথি গুঁড়োর সঙ্গে গাঁদা ফুলের পাপড়িগুলোকে পিষে নিন। তাতে বাদাম তেল মিশিয়ে চুলের ওপর প্রয়োগ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আপনি গাঁদা ফুলের মাস্ক ব্যবহার করত পারেন। Input- Piya Gupta 
এছাড়া কলা ও মেথি গুঁড়োর সঙ্গে গাঁদা ফুলের পাপড়িগুলোকে পিষে নিন। তাতে বাদাম তেল মিশিয়ে চুলের ওপর প্রয়োগ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আপনি গাঁদা ফুলের মাস্ক ব্যবহার করত পারেন। Input- Piya Gupta 
advertisement
advertisement
advertisement