পৃথিবীতে মাত্র ১ জনের শরীরে আছে এই রক্তের গ্ৰুপ...! পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বিরল 'ব্লাড গ্ৰুপ', চমকে দেবে 'গবেষণা'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Gwada Negative: আমরা যখনই রক্তের গ্রুপ সম্পর্কে কথা বলি, তখন আমরা সাধারণত A, B, AB এবং O রক্তের গ্রুপের কথা মনে করি। AB রক্তের গ্রুপ হল সর্বজনীন গ্রহণকারী এবং O রক্তের গ্রুপ হল সর্বজনীন দাতা এই তথ্যও কম-বেশি সকলের আপনাদের জানা। কিন্তু এর বাইরেও রয়েছে আরও একটি ব্লাড গ্ৰুপ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
'গুয়াডা নেগেটিভ' নামক এই বিরল রক্তের গ্রুপটি ২০১১ সালে আবিষ্কৃত হয়েছিল। সেই সময়, প্যারিসে বসবাসকারী এক মহিলাকে তাঁর অস্ত্রোপচারের আগে নিয়মিত রক্ত পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। সেই পরীক্ষার সময় রক্তে একটি অ্যান্টিবডি পাওয়া যায় যা সেই সময়ের কোনও পরিচিত রক্তের গ্রুপের সঙ্গেই মেলেনি। Representative Image
advertisement
advertisement
এই রক্তের গ্রুপ এত বিরল কেন?
'গোয়াডা নেগেটিভ' বলতে বোঝায় রক্তে EMM অ্যান্টিজেনের সম্পূর্ণ অনুপস্থিতি। EMM হল একটি উচ্চ-ঘটনাজনিত অ্যান্টিজেন, যা বিশ্বের বেশিরভাগ মানুষের মধ্যেই বিদ্যমান। অতএব, এর অনুপস্থিতি একটি অনন্য এবং অত্যন্ত বিরল অবস্থা। তাই এই রক্তের গ্ৰুপ একটি বিরল গ্ৰুপ বলেই স্বীকৃত হবে। Representative Image
'গোয়াডা নেগেটিভ' বলতে বোঝায় রক্তে EMM অ্যান্টিজেনের সম্পূর্ণ অনুপস্থিতি। EMM হল একটি উচ্চ-ঘটনাজনিত অ্যান্টিজেন, যা বিশ্বের বেশিরভাগ মানুষের মধ্যেই বিদ্যমান। অতএব, এর অনুপস্থিতি একটি অনন্য এবং অত্যন্ত বিরল অবস্থা। তাই এই রক্তের গ্ৰুপ একটি বিরল গ্ৰুপ বলেই স্বীকৃত হবে। Representative Image
advertisement
ইএফএসের প্রধান জীববিজ্ঞানী থিয়েরি পেয়ারার্ডের মতে, এই রক্তের গ্রুপটি তার বাবা এবং মা উভয়ের কাছ থেকে পরিবর্তিত জিন উত্তরাধিকারসূত্রে পেয়ে তৈরি করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়ই হল, এই মহিলা কেবল তাঁর নিজের রক্তের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ, যার অর্থ হল সারা বিশ্বের অন্য কেউ তাঁকে রক্তদান করতে পারবেন না। যা বেশ উদ্বেগের। Representative Image
advertisement
advertisement