Hair Care: চুল পড়ছে ? টাক দেখা দিয়ে দিয়েছে ? সমস্যার সমাধান রয়েছে পেয়ারা পাতায়
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Hair Care: চুল পড়ছে ? সমাধান করবে পেয়ারা পাতা, কীভাবে জানুন
কীভাবে কাজে লাগাবেন পেয়ারা পাতা: একটি পাত্রে জল নিয়ে তাতে বেশ কয়েকটা পেয়ারা পাতা দিয়ে দিন ৷ ২০ মিনিটের মতো, পেয়ারা পাতা দেওয়া জলকে ফুটিয়ে নিন ৷ জল ফুটে গেলে পেয়ারা পাতার কাৎ তৈরি হবে ৷ ঠান্ডা করে তা চুলে ও স্কাল্পে লাগিয়ে নিন ৷ এবার দুই থেকে তিন ঘণ্টা মাথায় রাখুন ৷ photo source collected