অকালে চুল পেকে ব্যক্তিত্বের দফারফা? ঘরেই চুল কুচকুচে কালো করার রইল হাতে গরম সহজ টিপস!
- Published by:Sanjukta Sarkar
- trending desk
Last Updated:
অনেকে আবার আয়ুর্বেদিক ভেষজ এবং উদ্ভিজ্জ নির্যাস দিয়ে তৈরি মেহেন্দি ক্রিম পছন্দ করেন। তবে পাকা চুল ঢাকতে ঠিকঠাক রঙ বাছাই করাটা গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
তবে সবার আগে অবশ্যই পুষ্টিসমৃদ্ধ খাবার বেছে নিতে হবে যা চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে। ভিটামিন বি৬ এবং বি১২ সমৃদ্ধ খাবার যেমন আপেল, কলা, ব্লুবেরি, ওটস, মাছ ইত্যাদি পুষ্টির একটি বড় উৎস। মাছের তেলের ক্যাপসুল পাওয়া যায়। এটাও সমান উপকারী। সরাসরি সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন ডি চুলের গোড়ায় মেলানিন উৎপাদন বাড়াতেও সহায়ক।
advertisement
advertisement
advertisement
তবে মেহেন্দি লাগালে চুল কমলা হয়ে যায়। সাদা চুল ঢাকতে এটা কার্যকর হলেও তরুণদের না পসন্দ। তাছাড়া মেহেন্দি করাও সময়সাপেক্ষ ব্যাপার। তাই বিকল্পের সন্ধান করেন যুবকরা। অনেকে আবার আয়ুর্বেদিক ভেষজ এবং উদ্ভিজ্জ নির্যাস দিয়ে তৈরি মেহেন্দি ক্রিম পছন্দ করেন। তবে পাকা চুল ঢাকতে ঠিকঠাক রঙ বাছাই করাটা গুরুত্বপূর্ণ।
advertisement
সেটা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হতে হবে। এ জন্য প্রাকৃতিক বাদামি, কালো, মেরুন, বারগ্যান্ডি, গাঢ় স্বর্ণকেশী থেকে মেহগনি, চকোলেট ব্রাউন, সিলভার ফক্স, সুইডিশ স্বর্ণকেশী, সোনালি স্বর্ণকেশী বা ছাই রঙা স্বর্ণকেশীও বেছে নেওয়া যায়। তবে চুলে রঙ করার আগে সালফেটহীন শ্যাম্পু এবং রঙ করার পর কন্ডিশনার লাগানো গুরুত্বপূর্ণ।
advertisement