Goodness Of Yoga: শরীর যেন ২৪-র চাবুক, যোগ ব্যায়াম করুন নিয়ম মেনে, রইল পরামর্শ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Goodness Of Yoga: প্রয়োজন পড়বে না বিশেষ চিকিৎসার। শরীর থাকবে টগবগে যোগার বিশেষ এই নিয়ম মানলেই হবে বাজিমাত। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে যোগাসন নিয়ে এক আন্তর্জাতিক সেমিনারের মধ্য দিয়ে যোগ ক্রিয়ার একাধিক নিয়মাবলী জানালেন যোগ বিশেষজ্ঞরা।
advertisement
তবে নিয়মিত যোগাসন ও ব্যায়াম করলেও যোগ ক্রিয়ার সঠিক নিয়ম পদ্ধতি না জানায় যোগের পরও শারীরিক ও মানসিক অসুস্থতায় ভোগেন অনেকে। তাই এবারে মানুষের মধ্যে যোগাসন ক্রিয়ার সঠিক পদ্ধতি ব্যবহার নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হল মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে। প্রাচীন এবং আধুনিক দৃষ্টি কোণে যোগ অনুশীলনের মন ও শারীরবৃত্তীয় বিশ্লেষণ করা হয় সেমিনারে। এদিনের এই আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন শতাধিক যোগানুরাগীরা।
advertisement
advertisement
advertisement