Good Parenting Tips: পুজোর পর স্কুল খুলেই পরীক্ষা? ছুটি কাটিয়ে সন্তান ভাল ফল করবে কী করে? জানুন কিছু উপায়, খুদের মার্কশিট পেয়ে মুখে হাসি ফুটবেই
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
মনোবিদেরা বলেছেন, পরীক্ষায় ভাল ফল করতে গেলে কিছু অভ্যেস যেমন ভাল, কিছু জিনিস তেমনই বাদ দেওয়া জরুরি৷ মনো-সমাজকর্মী মোহিত রণদীপের কথায়, প্রতিদিন ঘড়ি ধরে পড়তে বসলে মনঃসংযোগ বৃদ্ধি পায়৷
advertisement
মনোবিদেরা বলেছেন, পরীক্ষায় ভাল ফল করতে গেলে কিছু অভ্যেস যেমন ভাল, কিছু জিনিস তেমনই বাদ দেওয়া জরুরি৷ মনো-সমাজকর্মী মোহিত রণদীপের কথায়, প্রতিদিন ঘড়ি ধরে পড়তে বসলে মনঃসংযোগ বৃদ্ধি পায়৷ মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন কেবল পড়াশোনা নয়, মোবাইল ফোনেরও ব্যবহার নির্দিষ্ট হওয়া জরুরি৷ পড়াশোনায় সাফল্য আসার উপায়গুলো জেনে নিন
advertisement
advertisement
মনের ইচ্ছাকোনও বাচ্চা দেখবেন নিজে থেকেই বই পত্র খুলে বসেছে৷ কারণ সে পড়াশোনা করে নিজের ভাল লাগা থেকে। তবে অনেক কচিকাচাই বাধ্য হয়ে, বকুনি খেয়ে পড়তে বসে। এই নিয়মানুবর্তিতার কোনও মানে নেই৷ কারণ ভাল ফল করতে হলে পড়াশোনার ইচ্ছেটা ভিতর থেকে আসতে হবে। তাই খালি বকুনি না দিয়ে পড়াশোনা কেন জরুরি, সেটা বোঝান৷ তাহলেই দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে।
advertisement
লক্ষ্যএকটা নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোনও কিছুই ,সম্ভব নয়৷ একদিনে কতক্ষণ কোন বিষয়ে পড়বে, তার একটা লক্ষ্য স্থিরকরে দিন। তবে সেই লক্ষ্য হতে হবে বাস্তবসম্মত। এক দিনে হয়তো দুই থেকে তিনটি বিষয় পড়া যেতে পারে। কিন্তু আপনি একসঙ্গে ৫টি বিষয়ের লক্ষ্যমাত্রা স্থির করলে তা হলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না৷ বরং আপনার খুদেটি আরও ভয় পেয়ে যেতে পারে৷
advertisement
advertisement