সোনার চা! দাম ধরা ছোঁয়ার বাইরে, ১ লক্ষ টাকা কেজি, পুরোটাই চলে যাচ্ছে দেশের বাইরে

Last Updated:
মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষের বিভিন্ন স্টলে মিলবে এই চা। চাইলে আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া মাঝের ডাবরি টি লাউঞ্চে কাপেও মিলবে এই চা।
1/5
বাংলার চায়ের বাজারে এল নতুন চা। এক লক্ষ টাকা কেজি গোল্ড টি বাজারে আনল আলিপুরদুয়ারের চাবাগান। এবার এই রাজ্যেও গোল্ড টি বাজারে এল। সৌজন্যে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ। এই চায়ের দাম রাখা হয়েছে ১ লক্ষ টাকা কেজি। রাজ্যে এই প্র‍থম গোল্ড টি তৈরি করল কোন চাবাগান।
বাংলার চায়ের বাজারে এল নতুন চা। এক লক্ষ টাকা কেজি গোল্ড টি বাজারে আনল আলিপুরদুয়ারের চাবাগান। এবার এই রাজ্যেও গোল্ড টি বাজারে এল। সৌজন্যে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ। এই চায়ের দাম রাখা হয়েছে ১ লক্ষ টাকা কেজি। রাজ্যে এই প্র‍থম গোল্ড টি তৈরি করল কোন চাবাগান।
advertisement
2/5
মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ মুলত দুই ধরনের গোল্ড টি বাজারে আনল। ১) রোজ গোল্ড টি ও ২) মিদাস গোল্ড টি।গোলাপের পাপড়ি সহযোগে যে গোল্ড টি আনা হয়েছে তাইই রোজ গোল্ড টি। আর অর্থডক্স চায়ের সঙ্গে ভোজ্য সোনার গুড়ো দিয়ে তৈরি চাইই মিদাস গোল্ড টি।দুই ধরনের চায়ের দামই এক লক্ষ টাকা কেজি। তবে ১০ গ্রাম থেকে কেজি সব মাপেই ক্রেতারা এই চা কিনতে পারবেন।
মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ মুলত দুই ধরনের গোল্ড টি বাজারে আনল। ১) রোজ গোল্ড টি ও ২) মিদাস গোল্ড টি।গোলাপের পাপড়ি সহযোগে যে গোল্ড টি আনা হয়েছে তাইই রোজ গোল্ড টি। আর অর্থডক্স চায়ের সঙ্গে ভোজ্য সোনার গুড়ো দিয়ে তৈরি চাইই মিদাস গোল্ড টি।দুই ধরনের চায়ের দামই এক লক্ষ টাকা কেজি। তবে ১০ গ্রাম থেকে কেজি সব মাপেই ক্রেতারা এই চা কিনতে পারবেন।
advertisement
3/5
এর আগে ফুল মুনলাউট টি, ব্লু টি সহ ৪২ রকমের চা তৈরি করেছে মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ। চায়ের জগতে মাঝের ডাবরির নতুন সংযোজন গোল্ড টি। এই নতুন চা নামানোর কথা ঘোষনা করেন মাঝের ডাবরি চাবাগানের ম্যানেজার চিন্ময় ধর।

এর আগে ফুল মুনলাউট টি, ব্লু টি সহ ৪২ রকমের চা তৈরি করেছে মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ। চায়ের জগতে মাঝের ডাবরির নতুন সংযোজন গোল্ড টি। এই নতুন চা নামানোর কথা ঘোষনা করেন মাঝের ডাবরি চাবাগানের ম্যানেজার চিন্ময় ধর।
advertisement
4/5
তবে আলিপুরদুয়ারের এই চা পারি দিচ্ছে দুবাইতে। সেখানে ট্রেড ফেয়ারে যাচ্ছে এই চা বলে জানিয়েছে মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ। ভোজ্য সোনার গুড়ো উচ্চ গুণমান সম্পন্ন চাপাতার সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে এই গোল্ড টি। তবে সবটাই নিজে করছে মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ।
তবে আলিপুরদুয়ারের এই চা পারি দিচ্ছে দুবাইতে। সেখানে ট্রেড ফেয়ারে যাচ্ছে এই চা বলে জানিয়েছে মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ। ভোজ্য সোনার গুড়ো উচ্চ গুণমান সম্পন্ন চাপাতার সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে এই গোল্ড টি। তবে সবটাই নিজে করছে মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ।
advertisement
5/5
মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষের বিভিন্ন স্টলে মিলবে এই চা। চাইলে আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া মাঝের ডাবরি টি লাউঞ্চে কাপেও মিলবে এই চা। কিন্তু এক কাপ গোল্ড টি-এর দাম কত পড়বে তা এখনো ঠিক করেনি মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ।
মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষের বিভিন্ন স্টলে মিলবে এই চা। চাইলে আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া মাঝের ডাবরি টি লাউঞ্চে কাপেও মিলবে এই চা। কিন্তু এক কাপ গোল্ড টি-এর দাম কত পড়বে তা এখনো ঠিক করেনি মাঝের ডাবরি চাবাগান কর্তৃপক্ষ। (Rajkumar Karmakar)
advertisement
advertisement
advertisement