Biryani vs Pulao: খেয়েছেন তো বহুবার! বলুন দেখি পোলাও এবং বিরিয়ানির মধ্যে তফাৎ কী? বলতে পারবেন না ৯৯%! জানলেই জিভে জল!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Difference Between Pualo & Biryani: অনুষ্ঠাবাড়ি হোক বা বাড়িতে অতিথি আসার উপলক্ষই হোক-মেনুতে পোলাও, বিরিয়ানি চলেই আসে ঘুরে ফিরে। জানেন কি এই দুই খাবারে মধ্যে পার্থক্য কী? উৎস, উপকরণ থেকে শুরু করে রেসিপি-পার্থক্য আছে প্রতি ধাপেই
advertisement
advertisement
সাধারণত একসঙ্গে অনেকের খাবার তৈরির সময় বিরিয়ানি রাঁধা হত৷ সেনাবাহিনী বা নির্মাণকার্যের শ্রমিকদের জন্য তৈরি করা হত এই খাবার৷ ঢিমে আঁচে বহু ক্ষণ ধরে রান্না হত৷ নামী রন্ধনশিল্পী পরীক্ষিৎ যোশি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিরিয়ানিতে রান্নার আগে মূল উপকরণগুলিকে ভেজে নেওয়া হত ঘিয়ে৷ প্রাচীন পারসিক ভাষায় বিরিয়ান শব্দের মানে রান্নার আগে ভেজে নেওয়া৷
advertisement
advertisement
পোলাও-য়ের নামকরণও হয়েছে উপকরণ থেকেই৷ সংস্কৃত ভাষায় পল শব্দের অর্থ মাংস৷ অন্ন হল ভাত৷ দুই মিলিয়ে হল পলান্ন বা পোলাও৷ অর্থাৎ প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে চাল ও মাংস মিলিয়ে রান্না ও খাওয়ার চল ছিল৷ এখন প্রায় সর্বত্র পোলাও মাংসহীন হলেও উৎপত্তিগত দিক থেকে চালের সঙ্গেই মাংস থাকা বাঞ্ছনীয়৷ অর্থাৎ বিরিয়ানি ও পোলাও দু’টি পদেই আদতে চাল ও মাংস থাকবে একসঙ্গে৷
advertisement
advertisement
advertisement