General Knowledge story: প্রতিদিনই তো সঙ্গে থাকে, বলুন দেখি রুমালের ইংরাজি কী?

Last Updated:
General Knowledge story: কাজে হোক বা অকাজে, বাইরে বের হলে সঙ্গে রুমাল থাকা কিন্তু মাস্ট।
1/6
ধরা যাক, প্রচন্ড গরমে আপনি নাজেহাল। মেকআপ করেছেন কিন্তু কপালে বিন্দু বিন্দু ঘাম। মুছতে হবে অবিলম্বে, না হলে আপনার এতক্ষণের পরিশ্রমের রূপটান কিন্তু জলাঞ্জলি। আপনার মুশকিল আসান কিন্তু রুমাল।
ধরা যাক, প্রচন্ড গরমে আপনি নাজেহাল। মেকআপ করেছেন কিন্তু কপালে বিন্দু বিন্দু ঘাম। মুছতে হবে অবিলম্বে, না হলে আপনার এতক্ষণের পরিশ্রমের রূপটান কিন্তু জলাঞ্জলি। আপনার মুশকিল আসান কিন্তু রুমাল।
advertisement
2/6
রুমাল সুতির কাপড়েরও হতে পারে, টাওয়াল রুমালও হতে পারে। কে কোন ধরনের রুমাল ব্য়বহার করবেন সেটা অবশ্য় তাঁর একান্ত নিজস্ব মত।
রুমাল সুতির কাপড়েরও হতে পারে, টাওয়াল রুমালও হতে পারে। কে কোন ধরনের রুমাল ব্য়বহার করবেন সেটা অবশ্য় তাঁর একান্ত নিজস্ব মত।
advertisement
3/6
ছেলেরা টাইয়ের সঙ্গে মানানসই চেক রুমাল পছন্দ করেন। সেক্ষেত্রে বেশিরভাগ রংই হয় নীল। আবার মহিলারা রংবেরংয়ের রুমাল কিনে থাকেন।
ছেলেরা টাইয়ের সঙ্গে মানানসই চেক রুমাল পছন্দ করেন। সেক্ষেত্রে বেশিরভাগ রংই হয় নীল। আবার মহিলারা রংবেরংয়ের রুমাল কিনে থাকেন।
advertisement
4/6
রুমালের মধ্য়ে মা ঠাকুমারা বিভিন্ন নকশা করতেন। রান সেলাই, ডাল সেলাই, বখেয়া সেলাই কিংবা সার্টিন সেলাই দিয়ে করা হত বিভিন্ন রংয়ের ডিজাইন।
রুমালের মধ্য়ে মা ঠাকুমারা বিভিন্ন নকশা করতেন। রান সেলাই, ডাল সেলাই, বখেয়া সেলাই কিংবা সার্টিন সেলাই দিয়ে করা হত বিভিন্ন রংয়ের ডিজাইন।
advertisement
5/6
অফিসে নিয়ে যাওয়ার জন্য় কিংবা কোনও মিটিং থাকলে সেক্ষেত্রে সাদা রুমালই শ্রেয়।
অফিসে নিয়ে যাওয়ার জন্য় কিংবা কোনও মিটিং থাকলে সেক্ষেত্রে সাদা রুমালই শ্রেয়।
advertisement
6/6
কিন্তু কখনও ভেবে দেখেছেন এই রুমালের ইংরেজি কী? অনেকেই জানেন না, রুমালকে ইংরাজিতে বলা হয় Handkerchief
কিন্তু কখনও ভেবে দেখেছেন এই রুমালের ইংরেজি কী? অনেকেই জানেন না, রুমালকে ইংরাজিতে বলা হয় Handkerchief
advertisement
advertisement
advertisement