Gas Acidity Problem: খালি পেটে এই ৬টি খাবার ভুলেও খাবেন না! বাড়তে পারে গ্যাস ও অ্যাসিডিটির ঝুঁকি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Gas Acidity Problem: খালি পেটে ভুল কিছু খাবার খেলে হতে পারে গ্যাস, অ্যাসিডিটি এবং হজমের গণ্ডগোল। খালি পেটে কোন জিনিসগুলো এড়িয়ে চলা উচিত এবং সকালের জন্য কোন খাবার উপযুক্ত, তা জানুন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ থেকে...
সকালে খালি পেটে কী খাচ্ছেন, সেটিই ঠিক করবে আপনার সারাদিনের শরীরের অবস্থা। অনেকেই সকালে তাড়াহুড়োয় যা পাচ্ছেন তাই খেয়ে ফেলেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, খালি পেটে কী খাওয়া উচিত আর কী নয়, সেটি সরাসরি প্রভাব ফেলে আপনার হজম, গ্যাস, অ্যাসিডিটি এবং এনার্জি লেভেলের উপর। সকালবেলা শরীর অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে, তাই ভুল খাবার খেলে শরীর খারাপ হতে পারে সারাদিনের জন্য।
advertisement
advertisement
খালি পেটে টক ফল খাওয়া বিপজ্জনক হতে পারে।
কমলা, লেবু, মৌসুম্বী ইত্যাদি টক ফলে প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে, যা খালি পেটে খেলে পেটের আস্তরণে প্রভাব ফেলে এবং অ্যাসিডিটির সমস্যা বাড়ায়। যাঁদের পেট সংবেদনশীল, তাঁদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর। তবে ভিটামিন C চাইলে হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে খান, সঙ্গে সামান্য মধু মেশালে ভালো ফল পাবেন।
কমলা, লেবু, মৌসুম্বী ইত্যাদি টক ফলে প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে, যা খালি পেটে খেলে পেটের আস্তরণে প্রভাব ফেলে এবং অ্যাসিডিটির সমস্যা বাড়ায়। যাঁদের পেট সংবেদনশীল, তাঁদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর। তবে ভিটামিন C চাইলে হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে খান, সঙ্গে সামান্য মধু মেশালে ভালো ফল পাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement