ICU থেকে ছড়াচ্ছে মারণ রোগ! AIIMS এর গবেষণায় উঠে এল ভয়ঙ্কর তথ্য

Last Updated:
নয়াদিল্লির এআইএমসে এক গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। আইসিইউতে ক্যাথিটার থেকে রক্তে সংক্রমণ ছড়ানোর প্রবণতা বাড়ছে গোটা দেশজুড়েই।
1/5
হাসপাতালের বিলে লাগাম টানতে রাজ্যের চেষ্টা Photo- Representative
নয়াদিল্লির এআইএমসে এক গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। আইসিইউতে ক্যাথিটার থেকে রক্তে সংক্রমণ ছড়ানোর প্রবণতা বাড়ছে গোটা দেশজুড়েই।
advertisement
2/5
 এই ধরনের সংক্রমণ প্রধানত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জীবাণু থেকে ছড়াচ্ছে। এর ফলে হাসপাতালে ভর্তির সময় রোগীর সংক্রমণের ঝুঁকি এবং খরচ দুইই বাড়ছে।
এই ধরনের সংক্রমণ প্রধানত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জীবাণু থেকে ছড়াচ্ছে। এর ফলে হাসপাতালে ভর্তির সময় রোগীর সংক্রমণের ঝুঁকি এবং খরচ দুইই বাড়ছে।
advertisement
3/5
 ক্যাথিটার মূলত একধরনের টিউব যা রোগীর দেহে প্রবেশ করানো হয় তরল, পুষ্টি এবং ওষুধ সরবরাহের জন্য। মূত্র শরীর থেকে বের করার জন্যও এই ক্যাথিটার ব্যবহার করা হয়। কিন্তু, এই ক্যাথিটার থেকেই বাড়ছে বিপদ।
ক্যাথিটার মূলত একধরনের টিউব যা রোগীর দেহে প্রবেশ করানো হয় তরল, পুষ্টি এবং ওষুধ সরবরাহের জন্য। মূত্র শরীর থেকে বের করার জন্যও এই ক্যাথিটার ব্যবহার করা হয়। কিন্তু, এই ক্যাথিটার থেকেই বাড়ছে বিপদ।
advertisement
4/5
ডেইলি মেল-এর রিপোর্ট অনুযায়ী, সেরা হাসপাতালগুলির এই তালিকা নিউজউইক এবং ডেটা অ্যানালিস্ট সাইট স্ট্যাটিস্টা একসঙ্গে তৈরি করেছে। বিশ্বের ৩০টি দেশের ২৪০০টি হাসপাতালের ডেটা এবং ৮৫,০০০ মেডিক্যাল এক্সপার্টের অনলাইন সার্ভের ভিত্তিতে ২৫০টি সেরা হাসপাতালের তালিকা প্রকাশ করা হয়েছে।
ল্যানসেট গ্লোবাল হেলথ জার্নাল সূত্রে খবর, ভারতে আইসিইউতে প্রধানত সেন্ট্রাল লাইন ক্যাথিটার ব্যবহার করা হয়। এই ধরনের ক্যাথিটার লম্বা শিরায় প্রবেশ করানো হয়। আর এর ফলেই ছড়াচ্ছে সংক্রমণ।
advertisement
5/5
এই তালিকায় প্রথম স্থান পেয়েছে আমেরিকার মিনেসোটা শহরে অবস্থিত Mayo Clinic। এটিকে বিশ্বের সেরা হাসপাতাল বলা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার Cleveland Clinic, তৃতীয় স্থানে কানাডার Toronto General University Health Network, চতুর্থ স্থানে আমেরিকার Johns Hopkins Hospital এবং পঞ্চম স্থানে আমেরিকার Massachusetts General Hospital। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শীর্ষ ১০টি হাসপাতালের মধ্যে জার্মানি, সুইডেন, ইজরায়েল এবং ফ্রান্সের হাসপাতাল স্থান পেয়েছে।
এই গবেষণাতে আরও উঠে এসেছে এই সংক্রমণের জেরে রোগ এবং মৃত্যুর হার দেশজুড়েই বাড়ছে।গবেষণায় উঠে এসেছে, দেশজুড়ে ৫৪টি হাসপাতালে ১ মে থেকে ৩০ এপ্রিলে ২০২৪ এর মধ্যে ২০০০ আইসিইউ-তে ৮ হাজার ৬২৯ এই ধরনের সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে। এছাড়াও কোভিড অতিমারির সময় এই সংক্রমণ ছিল সর্বাধিক।
advertisement
advertisement
advertisement