Foods to Battle Acidity: শীতকালে অ্যাসিডিটি বাড়ে, মুঠোমুঠো অ্যান্টাসিড নয়, যে ৩ সাধারণ খাবারে ১ সেকেন্ডেই সায়েস্তা বুক-জ্বালা, বদহজম, চোঁয়া ঢেকুর
- Published by:Rukmini Mazumder
Last Updated:
অ্যাসিডিটি মেটাতে মুঠোমুঠো অ্যান্টাসিড খাওয়ার দরকার নেই, জীবনধারায় সামান্য কিছু পরিবর্তন আর রোজের খাবারের তালিকায় কয়েকটা খাবার যোগ করলেই সায়েস্তা নাছোড়বান্দা অ্যাসিডিটি-অম্বল! কোন কোন খাবার অ্যাসিডিটি দূরে রাখে? জানালেন
পুষ্টিবিদ ও আয়ুর্বেদিক বিশেষজ্ঞ জুহি কাপুর--
advertisement
advertisement
পুষ্টিবিদ ও আয়ুর্বেদিক বিশেষজ্ঞ জুহি কাপুর বলেন, “বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিডিটি খারাপ জীবনযাত্রার ফল। যদি আপনি রাতে দেরি করে ঘুমান, অসময়ে খান, প্রায় প্রতি বেলাতেই অতিরিক্ত খাবার খান, তা হলে অ্যাসিডিটি পিছু ছাড়বে না।'' পাকস্থলীর গ্রন্থিতে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণই অ্যাসিডিটির মূল কারণ। খুব ঝাল খাবার খেলে কিংবা দু’টি খাবারের মধ্যে লম্বা সময় ফাঁক থাকলে এই সমস্যা আরও বেড়ে যায়।অ্যাসিডিটির সমস্যা দূর করে, এমন তিনটি খাবার হল—
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement





