Chicken 65: অতীতে সেনাবাহিনীর জন্য তৈরি এই স্ন্যাক্স এখন বিশ্বে ৩য়! প্রায় খান আপনিও, কী জানেন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Chicken 65: এমন এক খাবার যা এক সময় ছিল সেনা বাহিনীর জন্য রসদ, বর্তমানে সেই খাবার খাদ্য রসিকদের খুবই পছন্দের তালিকায়। শুধু তাই নয়, একটি সমীক্ষা বলছে মানুষের পছন্দের প্রিয় খাবারের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই মুখরোচক মুছে খাবারটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দাবি করা হয় যে ডিশটি ১৯৬৫ সালে ভারতীয় সৈন্যদের জন্য একটি সাধারণ খাবার হিসাবে আবির্ভূত হয়েছিল। অন্য এক জায়গায় দাবি করা হয়েছে যে এটি একটি উদ্যোগী হোটেল ব্যবসায়ী দ্বারা তৈরি করা ৬৫ টি লঙ্কা যুক্ত একটি খাবার। কেউ কেউ ৬৫ দিন বয়সি মুরগির মাংসের সাথে সম্পর্কিত বলেও দাবি করা হয়। এও দাবি করে যে এর অর্থ ৬৫ টুকরা মুরগি ডিপ ফ্রাই।