Tiles Cleaning Tips: খরচ মাত্র ১০ টাকা, সময় লাগবে ১০ মিনিট, বাথরুমের টাইলস ঝকঝক করার সিক্রেট ফর্মুলা! কালো ছোপ ছোপ উধাও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এইটুকুই, আপনার বাথরুমের টাইলস উজ্জ্বলভাবে জ্বলজ্বল করবে। পুরনো বাথরুমও নতুনের মতো লাগবে!
advertisement
advertisement
advertisement
টাইলস থেকে লবণের দাগ দূর করতে, প্রথমে একটি পাত্রে কিছু শিলা লবণ নিন। আপনার বাড়িতে দাগের মাত্রার উপর নির্ভর করে নুনের পরিমাণ পরিবর্তন করতে পারেন। তারপর একটি লেবুর রস দিন। এতে এক চামচ ওয়াশিং পাউডার যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে নিন।তারপর এতে আধা চামচ সোডা যোগ করুন। এই মিশ্রণে ৩ চামচ ভিনেগার যোগ করুন। যদি ভিনেগার না থাকে, তাহলে জল যোগ করুন এবং ভাল করে মিশিয়ে নিন। ভাল করে মিশিয়ে পেস্ট না হওয়া পর্যন্ত গুলে নিন। এবার বাথরুমের ছোপ ছোপ দাগযুক্ত টাইলসের উপর এই পেস্টটি হালকাভাবে লাগান।
advertisement
advertisement
advertisement
advertisement