ঘরে টাকা পয়সার আগমন বাড়াতে একটা ছোট ফোয়ারার মতো কিছু রাখুন ৷ ভাববেন ফোয়ারা শুধু বড়লোকরাই বাড়িতে রাখতে পারেন ৷ বিভিন্ন রকমের ঘর সাজানোর ছোটখাটো ফোয়ারা হয় ৷ আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে ঘরে ঝরনা বা নদির ছবি রাখুন ৷ এই বহমানতার ছবি আপনার ঘরে ঠিক একইভাবে অর্থের বহমানতাও বাড়িয়ে তুলবে ৷ Photo Source: Collected
অর্থের আগমনে ক্রিস্টাল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ ফেং শুই শাস্ত্র অনুযায়ি আপনার ধারণের পাথর সেই কাজ করতে পারে ৷ আর আপনার যদি কোনও ধারণের পাথর না থাকে তাহলে ঘর সাজানোর উপকরণ হিসেবে ক্রিস্টালকে ব্যবহার করতে পারেন ৷ এটা ঘরের মধ্যে পজিটিভ এনার্জি ফ্লো বা়ড়িয়ে দেয় ৷ Photo Source: Collected