Flies Problem: বাড়িতে মাছির উপদ্রব? রইল সহজ-অব্যর্থ উপায়, কোনও কেমিক্যাল স্প্রে ছাড়াই মাছি মরবে পটাপট
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বর্ষায় বাড়িতে মাছির উপদ্রব বাড়ে। বিশেষ করে রান্নাঘরে। মাছি মারতে অনেকেই নানারকম স্প্রে ব্যবহার করেন। কিন্তু মাথায় রাখবেন, সবরকম স্প্রে-তেই কেমিক্যাল থাকে যা শরীরের পক্ষে ক্ষতিকারক। কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপাদানে
advertisement
advertisement
advertisement
অনেকেই বাড়ির বাইরে আবর্জনার ফেলেন। এক্ষেত্রে ঢাকনাযুক্ত পাত্রে ঘরের ময়লা-আবর্জনা রাখার ব্যবস্থা করতে হবে। কারণ আবর্জনা থাকলে মাছির উপদ্রপ বেড়ে যায়। কোনওভাবেই আবর্জনা জমতে দেওয়া যাবে না। মাছি এই আবর্জনার স্তূপেই ডিম পাড়ে। তাই আবর্জনা জমতে দেবেন না।প্রতিদিন ভালোভাবে রান্নাঘর পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রিজের নীচ ও আশপাশ পরিষ্কার রাখুন, যাতে কোনও খাবার পড়ে না-থাকে।
advertisement
মশার মত হাত দিয়ে মাছি মারা যায় না। তবে চাইলে মাছিও মারা সম্ভব। এর জন্য একটি গ্লাসে সামান্য অ্যাপেল সিডার ভিনিগার নিন। এর পর গ্লাসের মুখটি সেলোফেন পেপার দিয়ে মুড়িয়ে দিন। এবার একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝে একটি ফুটো করুন। এই ফুটোর মধ্যে দিয়ে একটি মাছি গলে যেতে পারে, তেমন বড় ছিদ্র করুন। লক্ষ্য রাখবেন, ফুটো এমন হবে, যার মধ্যে দিয়ে মাছি ঢুকতে পারে, কিন্তু বার হতে না-পারে। ভিনিগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে গ্লাসের ভিতরে ঢুকে আটকে যাবে মাছি। বাড়ির যেখানে সবচেয়ে বেশি মাছির আনাগোনা লেগে থাকে, সেখানে এটি রাখুন।
advertisement









