Gas & Acidity: কোন ভিটামিনের অভাবে ঘন ঘন বাতকর্ম হয়? গ্যাস, অম্বল, চোঁয়াঢেকুর, পেটফাঁপা, বদহজমে ঝাঁঝরা হয় শরীর? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gas & Acidity: অম্বল, চোঁয়াঢেকুর, পেট ফাঁপা-সহ পেটের রোগের উপসর্গ হিসেবে থাকে গ্যাসের সমস্যা৷ শক্ত খাবার বা পানীয় হজম করার সময় শরীরের গ্যাস হওয়া স্বাভাবিক। পাচনতন্ত্র যখন তার কাজ করে, তখন পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গ্যাস তৈরি হয়। বাতাস গিলে ফেলার ফলেও গ্যাস তৈরি হতে পারে শরীরে।
advertisement
advertisement
advertisement
পরিপাকতন্ত্রের গ্যাস (যাকে flatus বলা হয়) আপনার মলদ্বার এবং মলদ্বারের মধ্য দিয়ে বার হয়, তখন তাকে Flatulence বা ফ্ল্যাচুলেন্স বলা হয়। জিনগত কারণ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, লাইফস্টাইল, ভুল ডায়েট-সহ একাধিক কারণে বদহজম ও গ্যাস হয়৷ জানেন কি ভিটামিনের অভাবেও এই সমস্যায় কাহিল হতে হয়৷ বলছেন পুষ্টিবিদ পূজা মাখিজা৷
advertisement
advertisement
advertisement
advertisement