Orange: কমলা লেবু মিষ্টি না টক, কীভাবে চিনবেন? কেনার আগে জেনে নিন পাঁচ মোক্ষম উপায়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
Orange Buying Tips: দাম দিয়ে কমলা লেবু কিনলেও অনেক সময়ই তা মিষ্টি হয় না৷
শীত এখনও সেভাবে না পড়লেও বাজারে আসতে শুরু করেছে কমলা লেবু৷ শীতের মিঠে রোদ গায়ে মেখে কমলালেবু খাওয়ার মজাই আলাদা৷ কিন্তু যে কমলা লেবু কিনছেন, সেগুলি মিষ্টি কি না, কীভাবে চিনবেন?
advertisement
বৃন্ত বা ডাঁটি মিষ্টি কমলা লেবু চেনার অন্যতম উপায়৷ যে কমলা লেবু পাকা হয়, সেগুলির বৃন্ত কিছুটা বেরিয়ে থাকে৷ পাকা লেবু মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি৷
advertisement
কমলা লেবু মিষ্টি হলে সেগুলি থেকে মিষ্টি সুগন্ধ বেরোবে৷ ফলে লেবু কেনার আগে গন্ধ শুঁকে দেখতে পারেন৷
advertisement
যে লেবুর গায়ের রং গাঢ় কমলা, সেগুলি মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি হয়৷ লেবু টক হলে সাধারণত সেগুলির খোসা সাধারণ হলদেটে বা হলদে সবুজ হয়৷
advertisement
মিষ্টি কমলালেবুর খোসা সাধারণত কিছুটা আলগা এবং নরম হয়৷ হাত দিয়ে টিপলে বসে যায়৷ তবে এই ধরনের লেবু অনেক সময় পচা হওয়ার সম্ভাবনা থাকে৷
advertisement