Pet Care Tips: প্রিয় পোষ্যকে খাবার খাওয়াচ্ছেন, মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে না তো?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
রাস্তার কুকুরের জন্য প্রায়শই বিস্কুট, চকোলেট পকেটে করে নিয়ে যাচ্ছেন৷ কিন্তু এর ফলেই অসুস্থ হয়ে যাচ্ছে আপনার এই প্রিয় প্রাণীটি৷
প্রিয় পোষ্য কুকুরটিকে খুব ভালবাসেন৷ নিজেকে যা খান, তার জন্যও তাই বরাদ্য৷ কিন্তু এই প্রেমেই কুকুরটির জন্য ক্ষতিকারক দিকটি কখন ঘাপটি মেরে বসে থাকবে, তা বুঝতেও পারবে না৷ বিশেষ করে আপনার কুকুরটি যদি ভারতীয় ব্রিডের হয়৷ অথবা রাস্তার কুকুরের জন্যই প্রায়শই বিস্কুট, চকোলেট পকেটে করে নিয়ে যাচ্ছেন৷ কিন্তু এর ফলেই অসুস্থ হয়ে যাচ্ছে আপনার এই প্রিয় প্রাণীটি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement