স্বাদের স্বর্গরাজ্য এই মাছ...! কমায় ওজন, ভাল রাখে হার্ট থেকে হাড়, জয়েন্টের ব্যথার 'মহাবাণ', বাজারে দেখলেই ছোঁ মেরে তুলে নিন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Fish Tips: মাছ তো খান, কোন মাছে পুষ্টির পারা বেশি আর কোন মাছ শুধুই স্বাদে সেরা সেই খবর কি রাখেন? নাকি কিছু না জেনেই বাজারে গিয়ে থলে ভরে ফেলেন চেনা মাছে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সোর্ডফিশ হল একটি রূপালী রঙের মাছ যার দেহ লম্বাটে। এটি সোর্ডটেইল নামেও পরিচিত। এটি ১০০ সেমি পর্যন্ত লম্বা হতে পারে। এই মাছটি আপাদমস্তক আঁশবিহীন একটি মাছ। এই মাছের মাথা এবং শরীরের মাঝখানে একটি ছোট পাখনা থাকে। শুধু তাই নয়, এটি একটি বড় লেজযুক্ত মাছ। এই মাছটি সামুদ্রিক শৈবাল এবং ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।
advertisement
advertisement
advertisement
ঔষধি গুণাবলী:
এই মাছ খুবই পুষ্টিকর, এতে ওমেগা-৩ এবং ফ্যাটি অ্যাসিড থাকে এবং এতে প্রোটিন এবং ক্যালোরিও বেশি থাকে, তাই যাঁরা ওজন কমাতে বা সুস্থ শরীর বজায় রাখার চেষ্টা করছেন তাঁরা এই মাছটি খাওয়া শুরু করতে পারেন। ভিটামিন বি১২ একটি পুষ্টি উপাদান যা স্মৃতিশক্তি, হৃদরোগ এবং দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করে। এই মাছে ভর্তি থাকে এই ভিটামিন।
এই মাছ খুবই পুষ্টিকর, এতে ওমেগা-৩ এবং ফ্যাটি অ্যাসিড থাকে এবং এতে প্রোটিন এবং ক্যালোরিও বেশি থাকে, তাই যাঁরা ওজন কমাতে বা সুস্থ শরীর বজায় রাখার চেষ্টা করছেন তাঁরা এই মাছটি খাওয়া শুরু করতে পারেন। ভিটামিন বি১২ একটি পুষ্টি উপাদান যা স্মৃতিশক্তি, হৃদরোগ এবং দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করে। এই মাছে ভর্তি থাকে এই ভিটামিন।
advertisement
advertisement