ইলিশ, মৌরলা, ছাড়ুন...! এই 'মাছ' সপ্তাহে দু'বার খেলেই ছুমন্তর, ভিটামিন D ঠাসা, ঠেকায় চুল পড়া, শক্ত করে হাড়, নাম শুনলেই হুড়মুড়িয়ে ছুটবেন বাজার!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Fish Tips: অনেকেই ইলিশ, মৌরলা, কাতলা মাছ পছন্দ করেন। এর মধ্যে ইলিশ মাছ নামটি শুনলেই তো আবেগে ভাসতে থাকেন অনেকেই। তবে, মাছের বাজার থেকে কোন মাছটি কিনবেন তা যদি বাছতে চান আপনার নিজের ও পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে তাহলে একটু দাঁড়ান, শুনে নিন সবটা।
advertisement
advertisement
advertisement
advertisement
হাড়ের রোগীরা ভাল করে শুনুন হাড় নতুন জীবন পেতে পারেন আপনারাও, গায়েব হবে ব্যথা, শরীর চনমনে তরতাজা হয়ে উঠবে এই একটি মাছ নিয়মে খেলেই। আসুন জেনে নেওয়া যাক এই মাছ সম্পর্কে আরও বিস্তারিত। বুঝে নেওয়া যাক বিশেষজ্ঞদের মত।হাড়ের রোগীরা ভাল করে শুনুন হাড় নতুন জীবন পেতে পারেন আপনারাও, গায়েব হবে ব্যথা, শরীর চনমনে তরতাজা হয়ে উঠবে এই একটি মাছ নিয়মে খেলেই। আসুন জেনে নেওয়া যাক এই মাছ সম্পর্কে আরও বিস্তারিত। বুঝে নেওয়া যাক বিশেষজ্ঞদের মত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নিউ দিল্লির পুনম ডায়েট অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকের নিউট্রিফাই-এর সিনিয়র ডায়েটিশিয়ান পুনম দুনেজা নিউজ18-কে দেওয়া পরামর্শে বলেন, "শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি কমাতে ট্রাউট, স্যামন, টুনা এবং ম্যাকেরেলের মতো ফ্যাটি মাছ খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। মাছের তেল খাওয়াও উপকারী। তাই টুনা মাছ খাওয়া গুরুত্বপূর্ণ।"
advertisement
advertisement
advertisement