Fish Oil Health Benefits: মাছের তেলের পরিপূরক, 'ফিশ অয়েল' এখন বাজারে 'সুপারহিট'! কেন খাবেন? কী হয় খেলে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Fish Oil Health Benefits: সুস্বাস্থ্য পেতে গেলে মাছের তেলকে অবহেলা নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজ খেতে পারেন ‘ফিশ অয়েল ক্যাপসুল’। জানুন...
মাছের তেলের বহু উপকার। অনেকেই হয়তো মাছের তেল খেতে চান না, কিন্তু জানলে অবাক হবেন, মাছের তেলের দারুণ উপকার রয়েছে। বিশেষ করে হৃদরোগের ঝুঁকি কমাতে মাছের তেলের জুড়ি নেই।
advertisement
কী কী রয়েছে মাছের তেলে? চিকিৎসক মিল্টন বিশ্বাসের মতে, প্রোটিন, ওমেগা-থ্রি ফ্যাট অ্যাসিড, প্রচুর ভিটামিন, আয়োডিন ছাড়াও মাছের তেলে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট।
advertisement
তাই সুস্বাস্থ্য পেতে গেলে মাছের তেলকে অবহেলা নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজ খেতে পারেন ‘ফিশ অয়েল ক্যাপসুল’।
advertisement
১) মাছের তেল হৃদ্যন্ত্রের জন্য যথার্থ পুষ্টি জোগায়। যাঁরা নিয়মিত মাছ খান, তাঁদের মধ্যে হার্টের সমস্যার ঝুঁকি কম। মাছের তেলে রয়েছে ভাল কোলেস্টেরল। মাছের তেল রক্তে ট্রাইগ্রিসারাইডের মাত্রা কমায়। রক্তচাপের সমস্যা কমাতে পারে।
advertisement
২) মাছের তেল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। ব্যাক্টেরিয়া, ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে ভরসা রাখতেই পারেন এই দাওয়াইয়ে।
advertisement
advertisement
৫) ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে দারুণ উপকারী। মাছের তেল শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ করে।
advertisement
advertisement